Saayoni Ghosh- দমানো যাবে না লড়াই, ফেসবুকে বিজেপিকে হুঁশিয়ারি সায়নীর

আগামীকাল ত্রিপুরায় পুরভোট(Municipal Poll)। তার আগেই দলীয় কর্মসূচীতে যোগ দিতে সে রাজ্যে গিয়েছিলেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ(Saayoni Ghosh)। কিন্তু সেখানে তাঁকে গ্রেফতার করা হয়। তবে অবশেষে সোমবার জামিন পেয়ে মঙ্গলবার(Tuesday) কলকাতা ফেরেন তিনি। এই পরিস্থিতি সায়নীর গ্রেফতারী নিয়ে রাজ্য রাজনীতিতে(Politics) তৈরি হয়েছে রাজনৈতিক চাপানউতোর পরিস্থিতি। এরই মধ্যে ফেসবুকে(Facebook) সায়নী পোস্ট করে জানালেন তিনি দমে যাওয়ার পাত্রী নন। তিনি লিখেছেন, “আমি মশাল ধরেছি শুধু। অগণতান্ত্রিক ভাবে মা মাটি মানুষের আত্মসম্মানে আঘাত করতে চেয়েছিল যারা, তারা আসলে বোঝেনি আমাদের লড়াই এত সহজে দমিয়ে দেওয়া যায় না, যায় নি অতীতে, যাবে না ভবিষ্যতেও! ”

যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ মঙ্গলবার রাতে রাজ্যে ফেরেন। তিনি বলেন, “ত্রিপুরায় জঙ্গলরাজ চলছে। সেখানে কোনও মানুষই নিরাপদে নেই। সামগ্রিক পরিস্থিতিতে তিতিবিরক্ত ত্রিপুরাবাসী বিপ্লব দেব সরকারকে উৎখাত করতে চাইছে।”  এই প্রসঙ্গে অবশ্য বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ, “প্রার্থীই তো দিতে পারেনি, কী করে লড়বে তৃণমূল?”

সায়নী আজ ফেসবুকে পোস্ট করেন, “সকলের প্রার্থনায়, ভালোবাসায় আজ আরও উদ্যমে এগিয়ে যাওয়ার সাহস পেলাম এটুকু বলতে পারি।। ধন্যবাদ জানাই সেই প্রত্যেক জন মানুষকে, যারা বিজেপির এই স্বৈরাচারে আহত হয়েও হার মেনে নেন নি! একান্ত ধন্যবাদ জানাই মাননীয়া মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তাদের সহযোগিতা আমার এগিয়ে চলার সাহস।”

উল্লেখ্য, আগরতলায় রবিবার গ্রেফতার করা হয় যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষকে। খুনের চেষ্টার অভিযোগে তাঁকে গ্রেফতার করে ত্রিপুরা পুলিশ। সায়নীর গ্রেফতারির খবর প্রকাশ্যে আসার সাথে সাথেই সেই রাজ্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশপাশি, সোমবার দিল্লিতে ধর্নায় বসেন তৃণমূলের সাংসদরা। শনিবার রাতে আগরতলায় প্রচার সেরে ফিরছিলেন সায়নী ঘোষ, সুস্মিতা দেব, সুদীপ রাহারা। গাড়িতে চালকের পাশে বসেছিলেন সায়নী ঘোষ। তাঁর করা একটি ভিডিও টুইটে দেখা গেছে, রাস্তার পাশে এক জায়গায় সভামঞ্চে ভাষণ দিচ্ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। পাশ দিয়ে যাওয়ার সময়, সভা নিয়ে কটাক্ষ করেন যুব তৃণমূল নেত্রী। এরপরই গাড়ি থেকে খেলা হবে বলে স্লোগান দেন যুব তৃণমূল সভানেত্রী। যার জেরের ক্ষোভ তৈরি হয় বিজেপির কর্মীদের মধ্যে। এবং তারা সায়নী ঘোষের গাড়ি ধাওয়া করেন। এরপর সায়নীর টুইট করা ভিডিওতে গাড়িতে আঘাতের শব্দ শোনা যায়। সেদিন রাতেই সায়নীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বিজেপি। রবিবার থানায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টা সহ একাধিক মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন……Student Credit Card- বাতিলের খাতায় একাধিক স্টুডেন্টস ক্রেডিট কার্ড, প্রশ্নের মুখে নবান্ন

প্রসঙ্গত, এদিন সায়নী তাঁর ফেসবুক পোস্টে সকল বিধায়কদের উদ্দেশ্যে ধন্যবাদ জানিয়ে বলেন, “ধন্যবাদ জানাই আমার প্রত্যেক বিধায়ক, সাংসদ, আমার সহকর্মী বৃন্দ, আমাদের সর্ব স্তরের নেতৃবৃন্দ যারা জেলায় জেলায় আমার সমর্থনে পথে নেমেছেন , তাদের। ধন্যবাদ বাংলা ও ত্রিপুরার মা মাটি মানুষ, তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেসের প্রত্যেক জন সদস্য, দুই রাজ্যের হার না মানা সংগঠন, আমার শুভাকাঙ্ক্ষী, প্রমুখদের। সকলের সহযোগিতায় আজ আমাদের লড়াই আরও শক্তিশালী, আমাদের প্রতিবাদ আরও সোচ্চার।। সত্যের জয় হয়েছে, ভবিষ্যতেও তাই হবে।”




Back to top button