যমে-মানুষে টানাটানির শেষ, পঁচাত্তরেই চলে গেলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়

গত ২৫ অক্টোবর থেকেই ভর্তি ছিলেন হাসপাতালে। হটাৎ করে অসুস্থ বোধ হওয়ায় তড়িঘড়ি করে তাঁকে নিয়ে আসা হয়েছিল এসএসকেএম হাসপাতালে। সেখানেরই কার্ডিওলজি বিভাগে চলছিল প্রাথমিক চিকিৎসা। হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সরোজ মন্ডলের তত্ত্বাবধানে চলছিল চিকিৎসা। রাখা হয়েছিল বাইপাস সাপোর্ট-এ। প্রায় ক্রমাগত চলছিল অক্সিজেন। সময়ের সাথে সাথে শারীরিক পরিস্থিতি স্থিতিশীল হলেও, আজ ফের আশঙ্কার মুখে পড়েছিলেন তৃণমূল সুপ্রিমো ঘনিষ্ঠ মন্ত্রী।

Trinamool leader,Subrata Mukhopadhyay,TMc Supremo Mamata Bandyopadhyay,Panchayet Minister Subrata Mukherjee,Subrata Mukherjee's Bioography,Subrata Mukherjee Bangla news,তৃণমূল নেতা,সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যু,তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়,পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি,সুব্রত মুখার্জির বায়োগ্রাফি,সুব্রত মুখোপাধ্যায়ের বাংলা খবর

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তর করা হয়েছিল আইসিইউ-তে। জানা গেছে, সম্ভবত বাথরুম যাওয়ার পথেই হটাৎই পড়ে যান তিনি। আর সেই মুহূর্তেই হার্ট অ্যাটাক হয় পঞ্চায়েতমন্ত্রীর। বহু চেষ্টা সত্ত্বেও বাঁচানো যায়নি তাঁকে। রাত ৯টা ২২ মিনিট নাগাদ মৃত্যু হয় তাঁর। এই যাত্রা এক না ফেরার পথের।

Trinamool leader,Subrata Mukhopadhyay,TMc Supremo Mamata Bandyopadhyay,Panchayet Minister Subrata Mukherjee,Subrata Mukherjee's Bioography,Subrata Mukherjee Bangla news,তৃণমূল নেতা,সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যু,তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়,পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি,সুব্রত মুখার্জির বায়োগ্রাফি,সুব্রত মুখোপাধ্যায়ের বাংলা খবর

(বিস্তারিত আসছে…)




Back to top button