KMC Election 2021: এবার পুরসভা ভোটে তৃনমূলের প্রচারে বাদাম কাকু, পা মেলালেন অমল চক্রবর্তীর সঙ্গে

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চিত নাম বীরভূমের ভুবন বাদ্যকর। এই বীরভূমের বাসিন্দা “বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম” গানটি গাইতে গাইতে বীরভূমে বাদাম বিক্রি করতেন, সেই গানটির ভিডিও ফুটেজ সম্প্রতি ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। সেখান থেকেই ভুবন নামটি ছড়িয়ে পড়ে লোকমুখে। সবার মুখে এখন “বাদাম” গান। এমনকি তার জনপ্রিয়তা সীমান্ত পেড়িয়ে এখন বাংলাদেশ অবধি ছড়িয়ে পড়েছে। ফলতই তিনি রাতারাতি ‘স্টার’ হয়েগেছেন বলা চলে। এবং ইতিমধ্যেই তাঁকে তৃণমূল পুরভোট প্রচারে গান গাইতে দেখা যাচ্ছে।
শনিবার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল (tmc) প্রার্থী অমল চক্রবর্তীর হয়ে প্রচারে নামলেন ভুবন বাদ্যকর। অবশ্যই গান গেয়েই তিনি প্রচার চালালেন। তাই আবারও ছেয়ে গেলেন তিনি সোশ্যাল মিডিয়ায়। ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বাবু ভাজা বাদাম’ গেয়েই অমল চক্রবর্তীর সাথে পা মিলিয়ে পুরসভা ভোটের প্রচার করলেন তিনি। কলকাতার ১৪নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি বাড়ি ঘুরলেন সেদিন।
আরও পড়ুনঃ Kacha Badam: এক্কেবারে “কাঁচা বাদাম”, গানের সুরেই বীরভূমের ভুবনকে টেক্কা রানাঘাটের রানুর
এবিষয়ে অমল চক্রবর্তী বলেন, “গ্রাম গঞ্জে ঘুরে ঘুরে ৫ টাকা করে বাদাম বিক্রি করেন ভুবন বাদ্যকর। উনি যাতে কলকাতাতেও পরিচিত লাভ করতে পারেন, দুটো টাকা বেশি রোজগার করতে পারেন, আমি সেই চেষ্টাই করছি। মানুষ তো এখন ঠোঙায় করে বাদাম খেতে ভুলেই গেছেন। যদি মানুষের সেই অভ্যাস ফিরে আসে, তাহলে ওনারও কিছু আয় হবে। আর আমি সেই চেষ্টাই করছি।”এক্ষেত্রে ভুবন বাদ্যকর বলেন তাঁর কলকাতাতে এসে বেশ ভালোই লাগছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি গানও লিখে ফেলেছেন।
তিনি লিখেছেন, “দেশজুড়ে নাম দিদির। দেশজুড়ে নাম। দিদি খাবেন মুড়ি, আমার বাদাম।”
এছাড়াও তিনি মুখ্যমন্ত্রীর কাছে অর্থ সাহায্যের দাবিও করেছেন। কারণ তার মতামত কোনো মানুষেরই শুধু বাদাম বেচেঁ সংসার চলেনা। তাই তিনি সাহায্য চাইছেন একান্তই।শনিবার সন্ধ্যেতে ভুবন বাবু আবার মদন মিত্রের সঙ্গে সাক্ষাৎ করেন রবীন্দ্র সরোবরে। সেখানে চায়ের দোকানে বসে আড্ডাও দিয়েছিলেন দুজনে। মাইক্রোফোন নিয়ে সেখানে গান করেন ভুবন বাবু সাথে গলা মেলায় বিধায়কও। চা পান সাথে গান সবকিছু মিলিয়ে মজে ওঠে এলাকা। সবশেষে ভুবন বাবু কে মদন মিত্র নগদ ২০হাজার টাকা তুলে দিয়েছেন।
উল্লেখ্য ‘কাঁচা বাদাম’ গেয়ে জনপ্রিয়তা পাওয়ার পর আরও ১০ টি গান ইতিমধ্যেই রেকর্ড করে ফেলেছেন ভুবন বাদ্যকর। ‘কাঁচা বাদাম’-র সঙ্গে ডিস্কো ব়্যাপ সুরে গায়িকা মাম্পি চক্রবর্তীর সঙ্গে ডুয়েট গাইলেন তিনি। সেইসঙ্গে যে অ্যালবামে রয়েছে তাতে রয়েছে আরও ৯টি গান। যার মধ্যে আটটি গানই লিখেছেন ও সুর দিয়েছেন লোকশিল্পী সুবল সরকার।