Cyclone Jawad: শীঘ্রই ধেয়ে আসছে ‘জাওয়াদ’, ঘণ্টায় গতিবেগ ১১০

নেহা চক্রবর্ত্তী,কলকাতা: শনিবার সকালেই আছড়ে পড়বে ‘জাওয়াদ (Jawad)’ এমনটাই ইঙ্গিত দিয়েছে বৃহষ্পতিবার আবহাওয়া দপ্তর (Weather Department)। ফলে রাজ্যে শুক্রবার থেকেই গম্ভীর হবে আবহাওয়া (weather)। ইতিমধ্যেই কলকাতাতে স্বাভাবিক আবহাওয়ার থেকে ২ ডিগ্রি উপরে রয়েছে পারদ। তাই তাপমাত্রা পুবালি হাওয়ার দাপট বাড়বে ক্রমশই। কলকাতা-সহ উপকূল ও সংলগ্ন জেলায় ঝোড়ো হাওয়া সহ তিনদিন ভারী বৃষ্টির (heady rain) সম্ভাবনা ইতিমধ্যেই রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘জাওয়াদ’। এর উৎপত্তিস্থল প্রথমে দক্ষিণ থাইল্যান্ডের ঘূর্ণাবর্তন করে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে গিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে । এরপর হাওয়ার শক্তি ক্রমশ বেড়ে গিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে এই ঘূর্ণিঝড়। তারপর দক্ষিণ-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগর অবস্থান করবে নিন্মচাপ রূপে। শুক্রবার এখানেই আরও গভীর নিম্নচাপের সৃষ্টি হবে।

Catastrophic Cyclone,Cyclone Jawad,Cyclone Jawad Bangla News,Cyclone Jawad Live Update,Weather Bangla News,Weather Update,Rain News,Depression News,বিধ্বংসী ঘূর্ণিঝড়,ঘূর্ণিঝড় জাওয়াদ,ঘূর্ণিঝড় জাওয়াদের বাংলা খবর,ঘূর্ণিঝড় জাওয়াদের লাইভ আপডেট,আবহাওয়ার বাংলা খবর,আবহাওয়া আপডেট,বৃষ্টির খবর,নিম্নচাপের খবর

ঘূর্ণিঝড় জাওয়াদের অভিমুখ হবে উত্তর-পশ্চিম দিকে।শনিবার সকালে এই ঘূর্ণিঝড়ের গোপালপুরে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। সাথে ওড়িশা উপকূলেও আছড়ে পড়তে পারে এমন ইঙ্গিত করেছেন আবহাওয়া দপ্তর। জাওয়াদের প্রভাবে সমুদ্রবক্ষ ক্রমেই উত্তাল হবে, উপকূলে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৬৫ থেকে ৮০ কিলোমিটার। মৎস্যজীবিদের সতর্কবার্তা দেওয়া হয়েছে তাঁরা যেনো শুক্রবার থেকে সোমবার অবধি মাছ না ধরেন সমুদ্রে।

আরও পড়ুনঃCyclone Jawad- ইয়াস পেরিয়ে এবার চোখ রাঙানি জাওয়াদের, একের পর এক ঘূর্ণিঝড় চিন্তা বাড়াচ্ছে আবহবিদদের

শুক্রবার ৩ ডিসেম্বরের আবহাওয়া থাকবে সাধারণত  মেঘলা আকাশ। উপকূলের দুই জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণ ২৪ পরগনায় অতি অল্প বৃষ্টির সম্ভাবনা আছে। এরপর শনিবার ৪ ডিসেম্বর। ঝোড়ো হাওয়া সহ ক্রমশই  বাড়বে বৃষ্টির পরিমাণ।অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেদিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। সঙ্গে বইবে প্রতি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং ঝাড়গ্রামে।

তারপর রবিবার ৫ ডিসেম্বর।বৃষ্টির পরিমাণের সাথে বাড়বে ঝোড়ো হাওয়ার গতিবেগ। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, ঝাড়গ্রাম এবং হাওড়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা। রবিবার প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। এছাড়াওবাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং উত্তরবঙ্গের মালদহ জেলাতেও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে অবাহাওয়া দপ্তর। জেলাগুলিতে প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে।

 




Back to top button