জাঁকিয়ে শীতের পথে বাঁধা হতে পারে বৃষ্টি, সপ্তাহান্তে বৃষ্টিপাতের ভ্রুকুটি

শহর জুড়ে ধীরে ধীরে বাড়ছে শীত(winter), ভোরের দিকে বেশ শীতের অনুভূতি। তবে জাঁকিয়ে শীত পড়ার আগেই রাস্তা আটকালো নিম্নচাপ। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হওয়ার জেরে তা রীতিমতো বাঁধা হয়ে দাঁড়াচ্ছে শীতের পথে। এই অক্ষরেখা বৃহস্পতিবার থেকে তামিলনাড়ুর(Tamil Nadu) উপকূলের দিকে এগোতে শুরু করেছে। এই নিম্নচাপ যত উপকূলের দিকে এগোবে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জলীয়বাষ্প তত প্রবেশ করবে। ফলে সপ্তাহান্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

গত দু’দিন ধরে বৃষ্টির জেরে তামিলনাড়ুতে বিপর্যস্ত জনজীবন। নিম্নচাপের জেরে আজ থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণের রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, “নিম্নচাপের জেরে আগামী বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে। ফলে শীতের পথে বাধা হয়ে দাঁড়াবে। উত্তরে হাওয়ার পথ আটকাবে। আর্দ্রতা বাড়ার ফলে অস্বস্তি বাড়বে।”

weather,west bengal,rain,kolkata,পশ্চিমবঙ্গ,কলকাতা,বৃষ্টি,আবহাওয়া,আবহাওয়া দফতর,weather update,weather kolkata,weather update kolkata,2021,heavy rain

আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার দুই ২৪ পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারী বৃষ্টিপাত হতে পারে। রবিবার কলকাতা-সহ হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় হালকা বৃষ্টিপাত হতে পারে।

আরও পড়ুন….জল্পনার অবসান! সাত পাকে বাঁধা পড়লেন নোবেলজয়ী মালালা, জেনে নিন তাঁর স্বামীর পরিচয়

এদিন হাওয়া অফিস সূত্রে আরও জানা গিয়েছে, এই মুহূর্তে জাঁকিয়ে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। তবে আগামী ১৫ই ডিসেম্বরের পর থেকে রাজ্য জুড়ে পড়তে পারে হাড় কাঁপানো ঠান্ডা। ইতিমধ্যে উত্তরবঙ্গে দার্জিলিংয়ের পারদ ৮ ডিগ্রি নেমে গিয়েছে। আগামী কয়েকদিনে দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা আরও কমতে পারে।




Back to top button