Weather Update – নিম্নচাপের জেরে আবারও বৃষ্টির সম্ভাবনা, রইল আবহাওয়া দপ্তরের আপডেট
রাখী পোদ্দার : ফের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার থাকলেও দক্ষিণের একাধিক রাজ্যে ভারী বৃষ্টির(rain) সম্ভাবনা রয়েছে। যার কারণে অন্ধ্রপ্রদেশ(andhrapradesh), তামিলনাড়ু (tamilnadu) উপকূলের মানুষের কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ। একটানা বৃষ্টিতে বাঁধ গুলি জলে একেবারে টইটুম্বুর , আর এরই মধ্যে ফের দক্ষিণের একাধিক রাজ্যে ভারী বৃষ্টির (heavy rain) পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর( Meteorological)।
গতকাল থেকেই দক্ষিণের একাধিক রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি করা হয়েছিল হলুদ সর্তকতা। এদিন সকালেও আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কর্নাটকের(karnatak) উত্তর ও দক্ষিণ উপকূল জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কর্নাটকের ধারওয়াদ, গাদগ, হাভেরি ও কোপ্পাল জেলায় আজ সারাদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই এই জেলা গুলিতে জারি করা হয়েছে হলুদ সর্তকতা।
এছাড়াও কর্নাটকের দক্ষিণ ভাগে অবস্থিত বেল্লারি, বেঙ্গালুরু গ্রামীণ, বেঙ্গালুরু শহরতলি, চিত্রদুর্গা, চিকমাগালুর, দাভানাগেডে, হাসান. কোদাগু, রমনাগারা ও শিবমোগা জেলা গুলিতেও জারি করা হয়েছে হলুদ সতর্কতা। হায়দ্রাবাদ আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নালগোন্ডা ও ইয়াদাদ্রি ভোঙ্গীর সহ একাধিক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের প্রভাবে নিম্নচাপ তৈরি হয়েছে, এর ফলে তাপমাত্রা কম হওয়ার সম্ভাবনা আপাতত নেই বরং এর জেরে সপ্তাহ শেষে তাপমাত্রা খানিকটা বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।
প্রচুর পরিমাণে জলীয়বাষ্প রাজ্যে ঢোকার ফলে বাধা পাবে শীত। জাঁকিয়ে শীত পড়তে ১৫ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে রাজ্যবাসিকে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। নিম্নচাপ সৃষ্টির ফলে এর কিছুটা প্রভাব লক্ষ্য করা যাবে কলকাতা-সহ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতেও। সোমবার থেকে হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নিম্নচাপ সৃষ্টির ফলে তামিলনাড়ু ও অন্ধ্র প্রদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকাল সকালেই তামিলনাড়ুর ভেলোর জেলায় ভারী বৃষ্টির জেরে বাড়ি ভেঙে পড়ে। দুর্ঘটনায় চারজন শিশু সহ মোট নয়জনের মৃত্যু হয়। অন্ধ্র প্রদেশেও ভারী বৃষ্টির প্রভাবে রায়ালাসীমা জেলায় হড়পা বানের সৃষ্টি হয়। কাডাপা জেলায় ভারী বৃষ্টিতে আটজনের মৃত্যু হয়েছে, নিখোঁজ কমপক্ষে ১২ জন। ইতিমধ্যেই রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর ও বায়ুসেনা উদ্ধারকার্য শুরু করেছে।