Weather Forecast: ঘূর্ণিঝড়ের প্রভাব পেরিয়ে বাংলায় এখন শীতের আমেজ, জেনে নিন আজকের আবহাওয়া

দুর্যোগ কাটতেই বঙ্গে ফিরলো শীত(Winter)। বুধবার কলকাতায়(Kolkata) পারদ নেমে গেল 20 ডিগ্রি সেলসিয়াসের নীচে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। অবশ্য এটা সর্বোচ্চ তাপমাত্রার তুলনায় ৩ ডিগ্রি বেশি। রাজ্যের(West Bengal) একাধিক জেলায় দেখা মিলল ঘন কুয়াশার।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ থেকে দেখা যাবে পারদ পতন। সুতরাং তার জেরেই রাজ্য জুড়ে জাঁকিয়ে শীত(Cold) পড়ার সম্ভবনা রয়েছে। এমনিতেই এই বছর শীতের প্রভাব সঠিক ভাবে রাজ্য জুড়ে পড়তে দেখা গেছে খানিক দেরি। দেবী প্রতিমার বিসর্জনের পরই রাজ্য জুড়ে দেখা যায় শীতের প্রভাব। কিন্তু এবারের পরিস্থিতি খানিকটা পরিবর্তিত ছিল।

এদিন হাওয়া অফিস তরফে জানা গিয়েছে, সপ্তাহান্তে স্বাভাবিকের নীচে চলে যাবে তাপমাত্রা। তবে জাঁকিয়ে শীত এখনই নয়, আরও বেশ কয়েকদিন পর থেকে রাজ্য জুড়ে দেখা মিলবে জাঁকিয়ে শীতের। তবে সপ্তাহ শেষে তাপমাত্রায় দেখা যেতে পারে পারদ পতন। আকাশ পরিষ্কার থাকবে। দুর্যোগের সম্ভবনা আপাতত নেই বললেই চলে।

Weather Update,West Bengal,Kolkata,Winter শীত,আবহাওয়ার খবর,আজকের আবহাওয়া,কলকাতা,পশ্চিমবঙ্গ,weather,weather today,west bengal weather,west bengal weather today,west bengal weather forecast today,west bengal weather forecast report,weather in west bengal,kolkata weather update,west bengal weather news,weather latest news,আবহাওয়া,আবহাওয়া আজ,পশ্চিমবঙ্গ আবহাওয়া,পশ্চিমবঙ্গ আবহাওয়া আজ,পশ্চিমবঙ্গ আবহাওয়ার পূর্বাভাস আজ,পশ্চিমবঙ্গ আবহাওয়া পূর্বাভাস প্রতিবেদন,কলকাতা আবহাওয়া আপডেট,পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর,আবহাওয়ার সর্বশেষ খবর

প্রসঙ্গত, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় জাওয়াদ নিজের উদারতা দেখিয়ে শক্তি কমিয়ে নিম্নচাপে পরিণত হয়। যার প্রভাব বঙ্গে খুব বেশি না পড়লেও, শনিবার সোমবার পর্যন্ত টানা বৃষ্টিতে ভেসেছে রাজ্য। তিনদিন টানা বৃষ্টিতে জলডুবি হয়েছে কিছু জায়গা। নিম্নচাপের জেরে উধাও হয়ে গিয়েছিল শীতের আমেজও।

আরও পড়ুন..Cyclone Jawad- মুখ ভার আকাশের, অবিরাম বৃষ্টির জেরে ভুগছে রাজ্যবাসী

আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার সকাল ৮.৩০ থেকে সোমবার সকাল ৮.৩০ পর্যন্ত, এই ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৭৫ মিমি। ১৯৮১ সালের পর ডিসেম্বরের প্রথম সপ্তাহে কলকাতায় এমন রেকর্ড বৃষ্টি হয়। তবে মঙ্গলবার থেকে স্বাভাবিক রূপ ধারণ করেছে আবহাওয়া। হাওয়া সূত্রে জানা গিয়েছে, আপাতত পরবর্তী কয়েকদিন আবহাওয়া স্বাভাবিকই থাকবে। ১১ই ডিসেম্বর থেকে দেখা যাবে পারদ পতন। তারপর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পড়বে জাঁকিয়ে শীত।




Back to top button