Weather Update – বৃষ্টি মিটতেই ফিরছে ঠান্ডা, তবে কনকনে শীতের মাঝে আবারও রয়েছে বৃষ্টির আশঙ্কা
বাংলায় শীতের (winter) প্রবেশ ইতিমধ্যেই হয়ে গিয়েছিল। কিন্তু মাঝে বঙ্গোপসাগরের নিমচাপ তৈরী হওয়ায় শীতের মাঝেই বৃষ্টি নেমেছিল। যদিও সেই বৃষ্টি বন্ধ হয়ে আবারো শীতের আমেজ ফিরছে। তবে বৃষ্টির (rain) সম্ভাবনা কিন্তু একেবারে শেষ হয়ে যায়নি! অন্তত এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর (weather department) সূত্রে।
জানা যাচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, যেটা অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর উপকুল ধরে এগোচ্ছে। যার জেরে এ রাজ্যেও প্রচুরপরিমানে জলীয় বাষ্পের প্রবেশ শুরু হয়েছে। সাথে আবারও নতুন করে তৈরী হচ্ছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর মতে আপাতত বৃষ্টি কেটে গেলেও আবারও একবার শীতের মাঝেই বৃষ্টি জুটতে পারে বঙ্গবাসীর ভাগ্যে।
আজ অর্থাৎ সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ সহ আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবারে হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলেই জানা যাচ্ছে। এবার একঝলকে দেখে নেওয়া যাকঃ
কলকাতার আজকের আবহাওয়ার খবরঃ
আজ কলকাতার তাপমাত্রা খানিক উষ্ণ, সর্বনিম্ন ২২ ডিগ্রি ও সর্বোচ্চ ৩২ ডিগ্রি থাকবে। সাথে কিছুটা হলেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। যদি বৃষ্টি হয় তাহলে রাতের দিকে তাপমাত্রা আরও কমবে। আর সাথে কথা কম্বল চাপা দিয়ে সবার সময়ও এসে গিয়েছে বলা যেতেই পারে।
এছাড়াও উত্তর ও দক্ষিণবঙ্গেও শীতের হাওয়া বইতে শুরু করে দিয়েছে যার জেরে তাপমাত্রা নিম্নমুখী। তবে জাকিয়ে ঠান্ডা পড়তে কিছুটা সময় এখনও বাকি রয়েছে। আজ ও আগামীকাল কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছেই।