রাগের থার্মোমিটার! পুরুষ নাকি মহিলা, কাদের রাগ বেশি? উত্তর দিয়েছেন গবেষকরা

মানুষ একটি সামাজিক প্রাণী। এই সামাজিক প্রাণীর মধ্যে নানা ধরণের অনুভূতি কাজ করে। যা দিন প্রতিদিন আমাদের সমাজের নানা সম্পর্কের মধ্যে দিয়ে বহিঃপ্রকাশ হয়। কখনও রাগ, অভিমান, দুঃখ ইত্যাদি। নানা রকমের এই অনুভূতিগুলো আমাদের মন নিয়ন্ত্রণ করে থাকে ঠিকই। কিন্তু বিজ্ঞানের পরিভাষায় মন নয়, আমাদের এই প্রতিটি অনুভূতিই নিয়ন্ত্রণ করে শরীর মধ্যে থাকা হরমোনগুলি। এই প্রতিটি অনুভূতির মধ্যে একটি হামেশাই আমাদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় তা হল রাগ। 

নানা সময় নানা ক্ষেত্রে অনেকেই না বুঝেই রাগ দেখিয়ে থাকেন। রাগ আমাদের নিজস্ব শরীর, মন এমনকী বাহ্যিক সমাজের নেতিবাচক প্রভাব ফেলে। বিভিন্ন পরিস্থিতি অনেকেই মাথা ঠান্ডা করে কাজ না করে, হটাৎই মাথা গরম করে ফেলে। কিন্তু যদি প্রশ্ন করা হয় এই মাথা গরম করার দিক থেকে কারা এগিয়ে? ছেলেরা নাকি মেয়েরা? এই প্রশ্নের উত্তর হয় তো  অনেকেরই অজানা।

anger1

কেমব্রিজের মলিকিউলার বায়োলজির একদল বিশেষজ্ঞ এই বিষয়ে একটি গবেষণা চালান। গবেষণার তথ্য অনুসারে, পুরুষদের তুলনায় নারীদের মস্তিষ্কের উষ্ণতা কিছুটা বেশি। ব্রেইন জার্নাল নামক একটি স্বাস্থ্য সংক্রান্ত প্রকাশিত সাময়িকপত্রে এই গবেষণাটি প্রথম প্রকাশিত হয়। সেই সাময়িকপত্র অনুযায়ী, এই গবেষণার জন্য ২০ থেকে ৪০ বছর বয়সী ৪০ পুরুষ ও মহিলার উপর একটি সার্ভে চালায় ওই বিশেষজ্ঞদের দল। এডিনবার্গের রয়্যাল ইনফার্মারিতে একদিন সকাল, বিকেল ও সন্ধ্যায় গবেষণায় অংশ নেওয়া নারী-পুরুষের ব্রেইন স্ক্যান করা হয়।

এরপর সেই গবেষণার ভিত্তি দেখা যায়, পুরুষের তুলনায় মহিলাদের মাথা ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি গরম থাকে। গবেষকদের মতে, মানুষের মস্তিস্কের মধ্যেকার গরম সর্বোচ্চ ৪০.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি  গরম থাকতে পারে। তবে ঠিক কোন কারণে এমনটা হয়ে থাকে এই নিয়ে নিশ্চিত কোনও ধারণা পেশ করতে পারেননি সেই গবেষকের দল। কেমব্রিজ ইউনিভার্সিটির গ্রুপ লিডার ডা. জন ও’নিল বলেছেন, ‘এই গবেষণার সবচেয়ে আশ্চর্যজনক তথ্য হল, জ্বর হলে মানুষের শরীর যতটা উত্তপ্ত হয়, মাথা গরমের সময় ঠিক এর কাছাকাছি পৌঁছে যেতে পারে  একটি সুস্থ মানুষের শরীর।’ তবে বয়সের সঙ্গে সঙ্গেই এই গরম হওয়ার প্রবণতা বাড়তে থাকে। যে কারণে বৃদ্ধ বয়সে  মানুষ খিটখিটে হয়ে যায়। অপরদিকে গবেষকদের ধারণা, মহিলাদের মাসিক ঋতুস্রাবের কারণে এই মস্তিস্ক গরমের পরিমাণ একটু বেশি হয়ে  থাকে।




Leave a Reply

Back to top button