Before Death Thought : মৃত্যুর পূর্বমুহূর্তে কি ভাবে মস্তিষ্ক? জানলে শিহরিত হবেন আপনিও

রিমা শিয়ালী,কলকাতা: জন্ম এবং মৃত্যু দুটিই প্রকৃতির নিয়ম মেনেই চলা একটি প্রক্রিয়া। তবে মৃত্যু ( Death) মানুষের খুব একটা পছন্দের নয়। সকলেই চায় তাদের কাছের মানুষটি যেন তাদের সাথে সারা জীবন কাটিয়ে দিতে পারে এবং তাড়াতাড়ি যেন তার মৃত্যু না আসে।কিন্তু প্রাকৃতিক নিয়ম অনুযায়ী তা কোনদিনই সম্ভব নয়। প্রকৃতির নিয়মে নশ্বর দেহকে পঞ্চভূতে বিলীন হতেই হয়। কিন্তু জানেন কি আপনার প্রিয় মানুষটি মৃত্যুর ঠিক আগের মুহূর্তে কি বিষয়ে ভাবতে ( Before Death Thought ) থাকে?সকল মানুষই নিজের জীবনে ঘটে যাওয়া ভালো মুহূর্তগুলি মৃত্যুর প্রাক্কালে ভাবতে থাকে। গবেষণায় দেখা গেছে প্রত্যেক মানুষই মৃত্যুর ঠিক আগের মুহূর্তে কিছু না কিছু ভালো চিন্তাভাবনা করে থাকে।
কি জানা গেছে গবেষণায়?
পৃথিবীতে সর্বপ্রথম গবেষণার দ্বারা রেকর্ড করা হয়েছে মৃত্যুর প্রাক্কালে মানুষের মস্তিষ্কের পরিস্থিতি কেমন হয়। বিভিন্ন সময় বিজ্ঞানীরা মস্তিষ্কের কার্যকলাপ গবেষণা করতে গিয়ে লক্ষ করেছেন যে একটি মৃত্যুর দিকে চালিত মানুষ মৃত্যুর পূর্ব অবস্থায় মস্তিষ্কে ভালো চিন্তা ভাবনাই করে থাকেন।
কার উপর করা হয় গবেষণা?
ইংল্যান্ডের একটি বিখ্যাত ট্যাবলয়েড ‘দ্য সান’ এর দেওয়া একটি রিপোর্টের মাধ্যমে জানা যায় ওই দেশেরই একটি হাসপাতলে ৮৭ বছর বয়সি এক রোগীর মৃগীর চিকিৎসা চলাকালীন হঠাৎই তিনি হূদরোগে আক্রান্ত হন। সে মুহূর্তে সেই রোগীর মস্তিষ্ক স্ক্যান করে দেখা হয় তার মস্তিষ্ক ঠিক কি চিন্তা ভাবনা করছে। তার মৃত্যুর ১৫ মিনিট পূর্বে ইসিজি করা হয় যার ফলে জানা যায় ৩০ সেকেন্ডের জন্য তার হৃদস্পন্দন অনেক বেশি হয়ে গিয়েছিল এবং তার হৃৎপিন্ডে অনেক যন্ত্রণা হচ্ছিল।
কিভাবে জানা গিয়েছে তার মস্তিষ্কের পরিস্থিতি
মৃত্যুর পর সেই রোগীকে বিশেষ পরীক্ষণ নিরীক্ষণ এর মাধ্যমে জানা গেছে তার মস্তিষ্ক অত্যন্ত ভাল অবস্থায় ছিল। এর থেকে বোঝা যাচ্ছিল যে তার মস্তিষ্ক কোনো ভালো চিন্তাই করছিল বা কোন ভালো স্বপ্নের ঘোরে আচ্ছন্ন ছিল। গামা ওসাইলেশনের মাধ্যমে এই ঘটনার পরীক্ষা করা হয়। এই পরীক্ষার মাধ্যমে মস্তিষ্ক কোন ভালো চিন্তাভাবনা করছে এটা বলা গেলেও এ বিষয় নিয়ে এখনো স্বচ্ছতার প্রয়োজন। লুইসভেলে জেমার জানিয়েছেন গামা ওসাইলেশনের সময়ে মস্তিষ্ক ভাল চিন্তা ভাবনার বিকাশ ঘটে এবং শেষ মুহূর্তে বেশ কিছু বিশেষ মুহূর্ত মনের মধ্যে চলতে থাকে৷
আরও পড়ুন: রোগা হতে চান! খেতে হবে স্যালাড, দেখে নিন স্যালাডে রোগা হবার সহজ উপায়