শ্বেত শুভ্র জুঁইয়ের গুণাবলী অনেক! কর্মজীবনে উন্নতি চাইলে সঠিকভাবে ব্যবহার করুন এই ফুল

জীবনে সুখ ও সমৃদ্ধির সহায়ক জুঁই ফুল। এইভাবে ব্যবহার করে উন্নতি পান...

পূর্বাশা, হুগলি: জুঁই ফুল ভালোবাসেন না এমন মানুষ পাওয়া দুষ্কর। সুগন্ধের কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে এই ফুল। তবে কেবল সুগন্ধ নয়। জুঁইয়ের রয়েছে আরও বেশ কিছু গুণ। সঠিকভাবে ব্যবহার করলে এই ফুল সমৃদ্ধি আনবে আপনার জীবনে। জেনে নিন সেই সকল কৌশল।

Flower,Jasmine,Benifits of jasmine,life impact,Lifestyle

 

১) জানা যায়, হনুমানজিকে যদি জুঁই ফুলের তেল নিবেদন করা হয়, তবে তা অত্যন্ত শুভ। এতে যেমন জীবনের বাধা-বিপত্তি কাটে তেমনই শত্রুর হাত থেকে মুক্তি পাওয়া যায়।

২) শুক্রবার মা লক্ষ্মীর পুজো করে জুঁই ফুলের মালা দেবীকে নিবেদন করুন। আপনার কুন্ডলীতে দৃঢ় হবে শুক্রের অবস্থান। ও লক্ষ্মীদেবীর কৃপায় ধনসম্পদ আসবে ঘরে।

৩) প্রদোষ তিথি, ত্রয়োদশ তিথি ও চতুর্দশ তিথির সোমবার করে শিবলিঙ্গে জল ও জুঁই ফুল ও জুঁইয়ের তেল নিবেদন করলে আরোগ্য লাভ করবেন।

Flower,Jasmine,Benifits of jasmine,life impact,Lifestyle

৪) বাড়িতে জুঁই ফুলের গাছ লাগালে আপনার কুন্ডলীতে দৃঢ় হবে গ্রহের অবস্থান। এছাড়া শুভ শক্তি বজায় থাকবে গৃহে।

৫) শুক্রবার দিন একটি ছোট মাটির পাত্রে জুঁই ফুল ও দুধ নিয়ে চন্দ্রকে অর্ঘ্য নিবেদন করলে কর্মজীবনে উন্নতি লাভ করবেন আপনি।




Leave a Reply

Back to top button