পুজোর ফ্যাশনে মাত দিতে চান সবাইকে? তবে এবছর লিস্টে থাকুক ট্রেন্ডিং ধোতি শাড়ি

এ বছর ধোতি শাড়ি ফ্যাশনে ইন। পুজোর শপিংয়ে কিনতে ভুলবেন না যেন।

পূর্বাশা, হুগলি: শুরু হয়ে গিয়েছে পুজোর কাউন্ট ডাউন। আর এক মাস বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গাপুজো। প্রতি বছর পুজোর আগেই ট্রেন্ডিং হয়ে ওঠে বেশ কিছু সাজপোশাক। তা সে ইন্ডিয়ান হোক কী ওয়েস্টার্ন নয়তো ইন্দো-ওয়েস্টার্ন। এবছর তেমনই পুজোর ফ্যাশনে ইন ধোতি শাড়ি। অভিনেত্রী থেকে খ্যাতনামা ব্যক্তিত্ব সকলেই ধোতি শাড়িতে হয়ে উঠছেন নজর কাড়া। পুজোর সাজে তাক লাগাতে তাই আপনিও বেছে নিন ‘ধোতি শাড়ি’। কিভাবে পরবেন? বলা হল প্রতিবেদনে।

Puja,Puja fashion,Treanding,Dhoti Saree,Fashion and style,Fashion tips

বঙ্গনারী শাড়িতেই সেরা। আর পুজোর চারদিন শাড়ি পরতে ভালোবাসেন অধিকাংশ নারী। এখন শাড়ি দিয়ে নানা ধরনের এক্সপেরিমেন্ট করা যায়। কখনও টপ ব্লাউজের সাথে তো কখনও অন্য ওয়েস্টার্ন ওয়্যার, কখনও আটপৌঢ়ে তো কখনও আঁচল ছেড়ে। পুরোদস্তুর ইন্ডিয়ান সাজের পাশাপাশি ইন্দো ওয়েস্টার্ন লুক ক্রিয়েট করার জন্য শাড়ি এক নম্বর। এবছর এক অন্যভাবে টিম আপ করতে পারেন শাড়িকে। বাজারে বিক্রি হওয়া ধোতি শাড়ি নিয়ে এসে গলিয়ে নিলেই লুক রেডি। তবে এই ধোতি স্টাইলের শাড়ির সঙ্গে অবশ্যই পরবেন কোমর বন্ধনী।

Puja,Puja fashion,Treanding,Dhoti Saree,Fashion and style,Fashion tips

বর্তমানে ধোতি শাড়ির বাজার আগুন। ফটোশ্যুট থেকে ব্র্যান্ডশ্যুট এক নম্বরে ছুটছে এই স্টাইল। এছাড়া আলাদা করে ডিজাইন করেও কিনে নিতে পারেন ধোতি শাড়ি। আবার শাড়িকে ধুতির স্টাইলে
পরেও তাক লাগাতে পারেন সবাইকে। ধোতি শাড়ি পরার টেকনিক পেয়ে যাবেন ইউটিউবের একাধিক ভিডিয়োয়। মোট কথা শাড়ি ও ধুতি বাঙালির দুই চিরন্তন পোশাককে এক সুত্রে বেঁধে নিলেই রেডি আপনার পুজোর লুক।




Leave a Reply

Back to top button