শিশুদের মধ্যেও বাড়ছে ডায়বেটিসের পরিমাণ, কোন কোন বিষয়ে সতর্ক করছেন গবেষকেরা

অহেলিকা দও, কলকাতা: ডায়বেটিসের ( Child Diabetes) কবলে শিশুরাও ( children)। কারও জিনগত ( Genetic) আবার কারও স্থুলতা ( Obesity)। তাই সন্তান জন্মের আগে থেকেই এই ব্যাপারে বাবা এবং মাকে ( father and mother) খেয়াল রাখতে হবে। একবার ডায়বেটিসের ( Child Diabetes) কবলে পড়লে সারা জীবন রোগ বহন করে জীবনের পথে হাটতে হবে। তাই সতর্কবার্তা ( Warning) দিয়েছেন গবেষকরা ( Researchers)।
Child Diabetes : পুরুষদের কারণে সন্তানদের ডায়াবেটিস
বেজিং এর একটা গবেষণায় দেখা গেছে, মানসিক চাপে থাকা পুরুষদের কারণে সন্তানদের ডায়াবেটিস ( Child Diabetes) হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়াও গবেষণকরা বলেছেন, স্ট্রেস হরমনের কারণে শুক্রাণুতে এমন পরিবর্তন ঘটে যার ফলে সন্তানদের রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। বিজ্ঞানীরা বলেছেন, একজন মানুষের জেনেটিক কোড ছাড়াও তার প্রজন্মে অনেক ফ্যাক্টর স্থানান্তরিত হয়। তবে পিতার স্ট্রেস হরমোনকে ব্লক করে এই পরিবর্তনগুলো বন্ধ করা যেতে পারে।
Child Diabetes : শিশুদের ডায়াবেটিস আক্রান্তের হার
জন্মের পর থেকে ৬ মাস বয়সের মধ্যেই ধরা পড়ে নিওনেটাল ডায়াবেটিস ( Child Diabetes)। এই রোগ অত্যন্ত বিরল। ৪ লাখের মধ্যে একজনের হয়। মূলত জিনগত কারণে হতে পারে এই ডায়াবেটিস। অটোইমিউন রোগের কারণে শরীরে অগ্ন্যাশয়ের বিটা কোষ নষ্ট করে, এরফলে শরীরে ইনসুলিন তৈরি হয় না। তাই সুস্থ থাকতে ইনসুলিন দেওয়া প্রয়োজন। শিশুদের এই ডায়াবেটিসে আক্রান্তের হার এদেশে বেশি। সদ্যোজাতর টাইপ ওয়ান ডায়াবেটিস হয় না। শিশুদের ৬ মাস বয়সের পর থেকে এই ডায়াবেটিস দেখা যায়। এছাড়াও রয়েছে টাইপ টু ডায়াবেটিস। এটি শিশুদের সাধারণত পাঁচ বছর বয়সের পর ধরা পড়ে। এই ডায়াবেটিস শিশুদের মধ্যে বেশি দেখা যায়। আবার রয়েছে এম ও ডি ওয়াই ডায়াবেটিস। এটি জিনগত কারণে শিশুদের হয়। এই ডায়াবেটিস আক্রান্তের হার নগন্য।
আরও পড়ুন…ওপারে প্রান গিয়েছিল মাতৃভাষার দাবিতে, এপারে প্রান গেল শিক্ষার দাবীতে- আনিস আসলে কার
আরও পড়ুন…Covid Update : ধীরে ধীরে কাটছে আশঙ্কার মেঘ, প্রায় ৫০ দিন পর ফের দেশে করোনা গ্রাফে রেকর্ড পতন
Child Diabetes : টাইপ ওয়ান বা টাইপ টু ডায়াবেটিস
টাইপ ওয়ান বা টাইপ টু ডায়াবেটিস একবার হলে সারাজীবনই তা বয়ে নিয়ে বেরাতে হয়। নিওনেটাল ডায়াবেটিসের একটি ধরণ হল ট্রানজিয়েন্ট ডায়াবেটিস। এই রোগে আক্রান্তদের ৫০ শতাংশ রোগীরই ৪-৫ মাসের মধ্যেই একটা সাময়িক নিরাময় হয়। কিন্তু আবার এদের মধ্যে ডায়াবেটিস ( Child Diabetes) ফিরে আসে ৫-৬ বছর বয়সে বা বয়ঃসন্ধিকালে। যদি বয়ঃসন্ধিকালে এই রোগ পৌঁছায় তবে তাদের প্রয়োজন আলাদা গাইডেন্সের। কারণ টাইপ ওয়ানের ক্ষেত্রে সঠিক সময় মতো নিয়মিত ইনসুলিন নিতে হয়। জীবনে মেনে চলতে হয় নানা বিধিনিষেধ। এরফলে শিশুরা নানা মানসিক চাপের মধ্যে জীবন কাটায়। সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ মতো বাড়াতে হবে ইনসুলিনের ডোজ।