প্রেম করলে স্বাস্থ্যের উন্নতি হয় নাকি অবনতি? রিপোর্ট দেখলে চোখ কপালে উঠবে আপনার
স্বাস্থ্যের জন্য উপকারী প্রেম করা? গবেষণা বলছে...

পূর্বাশা, হুগলি: কথায় আছে প্রেম করলে মন ফুরফুরে থাকে। পাশে সঠিক মানুষ থাকলে জীবনে উন্নতি আসে আবার মানসিক স্বাস্থ্যের সুফল দেয়। গবেষণা বলছে প্রেম পারে মানুষকে সুন্দর ও সতেজ রাখতে। ক্লান্তি দূর করে ফুরফুরে মেজাজ আনতে। আর ঠিক কী কী উপকার করে প্রেম? জেনে নিন একনজরে।
১) গবেষণা থেকে জানা যায়, প্রেমে পড়লে মানুষের
মধ্যে একটা পরিবর্তন আসে। মুখে হাসি ফোটে আর চেহারায় আসে উজ্জ্বলতা।
২) প্রেমে পড়া মানুষের অভিজ্ঞতা থেকে জানা যায়
প্রিয় মানুষের উপস্থিতি মনে এক অদ্ভুত আনন্দ ও অনুভূতির জন্ম দেয়। গবেষণা বলছে, এই আনন্দের কারণ হল অক্সিটোসিন হরমোন। যার আরেক নাম ‘লাভ হরমোন’।
৩) সম্পর্কে থাকা মানুষেরা যখন একে অপরকে জড়িয়ে ধরে বা কাছাকাছি আসে তখন এক অন্য ধরণের উদ্দীপনা দেখা যায়। প্রিয়জন দূরে গেলে তার ঠিক বিপরীত প্রতিক্রিয়া ঘটে।
৪) দিনশেষে বিশেষ মানুষের ফোন কাটিয়ে দেয় সমস্ত একঘেয়েমি। মনকে করে তোলে সতেজ আর সুন্দর। অর্থাৎ বুঝতেই পারছেন। প্রেমের আঠা যতই একগুঁয়ে হোক তা কিন্তু আপনার জন্য ভালোই।