ভগবানের দর্শন পেতে চান? মহাদেবের দুই অবতার আজও বিরাজমান পৃথিবীতে…

মহাদেবের উনিশ অবতারের মধ্যে দুই অবতার এখনও রয়েছেন পৃথিবীতে

পূর্বাশা, হুগলি: কথায় আছে শুদ্ধ মন ও বিশ্বাস থাকলে ঈশ্বরের দর্শন পাওয়া যায়। পুরাণ কাহিনী থেকে আমরা জানতে পারি, যুগে যুগে অসুরদের নিধন করতে নানান অবতারে অবতীর্ণ হয়েছেন মহাদেব। শাস্ত্র অনুযায়ী, মহাদেব উনিশটি অবতার গ্রহণ করেছিলেন। যেমন, বীরভদ্র অবতার, অশ্বত্থামা অবতার, বৃষ অবতার, ব্রহ্মচারী অবতার, যক্ষ অবতার, হনুমান, অবধূত অবতার ও অন্যান্য রূপ। মহাদেবের প্রতিটি রূপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানা যায়, তাঁর সকল অবতারের মধ্যে দুই অবতার এখনও বেঁচে রয়েছেন। জানতে চান কে তিনি? পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।

Religion,Hindu,Hinduism,Lord Shiva,Spiritual

মহাদেবের উনিশ অবতারের মধ্যে মনে করা হয়,
হনুমান অবতার এখনও বেঁচে রয়েছেন। তাঁকে দেবতা জ্ঞানে পুজো করা হয় এখনও। মনে করা হয়, তাঁর মধ্যে বিরাজমান ইশ্বর। কথায় আছে, হনুমানের প্রভুভক্তি দেখে দেবী সীতা তাঁকে অমরত্বের বর দিয়েছিলেন। তাই আজও তিনি পৃথিবীতে জীবিত আছেন।

Religion,Hindu,Hinduism,Lord Shiva,Spiritual

মহাদেব শিবের পঞ্চম অবতার ছিলেন অশ্বত্থামা অবতার। জানা যায়, মহাদেবকে পুত্ররূপে পাওয়ার
জন্য তপস্যা করছিলেন গুরু দ্রোণাচার্য। তাঁর তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাঁকে পুত্ররূপে জন্ম গ্রহণের বর দেন ভোলানাথ। এর সঙ্গে অমরত্ব বর পান অশ্বত্থামা। মানুষের বিশ্বাস, অমরত্ব বর পাওয়া অশ্বত্থামা এখনও পৃথিবীতে বিরাজ করছেন। তাই মন থেকে যদি আপনি চান তবে ঈশ্বর দর্শন অবশ্যই হতে পারে আপনার।




Leave a Reply

Back to top button