এই দেশে জিনিস হারালেও চিন্তা নেই! ক্ষণিকেই মিলবে খোঁজ! জেনে নিন সেই দেশের হদিশ
পৃথিবীর এই দেশে চুরি হয়না কিছুই। ঝকঝকে দেশটি মানচিত্রে চেনা...

পূর্বাশা, হুগলি: পৃথিবীর সব দেশেই কমবেশি চুরির প্রবণতা দেখা যায়। বাসে, ট্রামে ছিনতাই ও পকেটমারেরও অভাব নেই। আর একবার জিনিস সরালে তা হয় যায় কারোর পকেটে নয়তো এমন স্থানে তা থাকে যা খুঁজে পাওয়া একরকম দুঃসাধ্য হয়ে ওঠে। কিন্তু আমাদের এই পৃথিবীতেই এমন এক দেশ রয়েছে, যেখানে মজবুত প্রশাসনিক ব্যবস্থায় হারানো জিনিস পাওয়া যেমন সহজ, তেমনই চুরির প্রবণতাও যথেষ্ট কম। পৃথিবীর মানচিত্রে থাকা দেশটি হল জাপান (Japan)।
জানা যায়, জাপানে গিয়ে যদি আপনি কোনোও জিনিস হারিয়ে ফেলেন তবে নির্দিষ্ট পদ্ধতি মেনে তা আপনার হাতে এসে পৌছবেই। অত্যন্ত দক্ষতার
সঙ্গে কাজ হয় এই দেশে। জিনিস হারালে এখানে তল্লাশি শুরু হয় স্থানীয় কোবান থেকে। এই কোবান হল ছোট পুলিশ স্টেশন। গোটা জাপানে রয়েছে এরকম মোট ৬৩০০টি কোবান। স্থানীয় সূত্র থেকে দেশীয় স্তরে তল্লাশি চালিয়ে খুঁজে দেওয়া হয় হারানো জিনিস।
এছাড়াও জানা যায়, এই দেশের নাগরিকরাও অত্যন্ত কর্তব্যপরায়ণ। অন্যের জিনিস হারিয়ে গেলে সঙ্গে সঙ্গে যথাসাধ্য সাহায্য করেন তাঁরা। পুলিশ যেমন দ্রুততার সঙ্গে কাজ করে, তেমনই দ্রুত গতিতে ছোটে সোশ্যাল মিডিয়া। সবমিলিয়ে প্রযুক্তি ও মনুষ্য দক্ষতায় উন্নত সেই দেশের নাগরিকরা জিনিস চুরি বা হারানোর ভয় থেকে সম্পূর্ণ মুক্ত।