জন্মাষ্টমীর কোন সময়ে শ্রী কৃষ্ণের পুজো করা হয় জানেন? অবাক করা পূরাণ কাহিনী শুনলে ভক্তি জাগবে আপনার
জানেন কোন সময়ে পালিত হয় জন্মাষ্টমী? কী মাহাত্ম্য রয়েছে এই দিনের

পূর্বাশা, হুগলি: আজ জন্মাষ্টমী। আজ ঘরে ঘরে পালন করা হবে শ্রী কৃষ্ণের জন্মতিথি। শ্রী কৃষ্ণের জন্ম কাহিনী আমরা সকলেই অল্পবিস্তর জানি। ভগবত গীতা, মহাভারত, বৈষ্ণব পদাবলি, সর্বত্র শ্রী কৃষ্ণের কথা বর্ণিত রয়েছে। তিনি দুষ্টের দমন ও শিষ্টের পালনের মন্ত্র দিয়েছেন। মানুষকে শিখিয়েছেন সঠিক পথে চলা, জীবনের মূল্য। সেই শ্রী কৃষ্ণের জন্মদিন ঘিরে রয়েছে এক অপূর্ব পূরাণ কাহিনী।
ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় জন্মাষ্টমী উৎসব। এই দিনটিকে ডাকা হয় ‘কৃষ্ণ জন্মাষ্টমী’ নামেও। হিন্দু পূরাণে বর্নিত রয়েছে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন শ্রী কৃষ্ণ। এই তিথিতে যখন রোহিনী নক্ষত্রের প্রাধান্য দেখা যায়, তখনই জন্মাষ্টমী উৎসব পালন করার জন্য সঠিক সময় বলে মনে করা হয়।
শাস্ত্র মতে, এদিন যে সমস্ত ভক্ত শ্রী কৃষ্ণের পুজো করেন, উপবাস করেন ও ভক্তি ভরে ভগবানের সেবা করেন, তাঁরা পৃথিবীর দুঃখ, দৈন্য, জরা, যন্ত্রণা থেকে দূরে থাকেন। তাঁরা পুনর্জন্ম লাভ করেন না এবং তাঁদের জীবনে বিরাজ করে সুখ ও শান্তি।