বাড়িতে বাদুড়, বোলতার বাসা বাঁধা বয়ে আনে ‘বিশেষ’ বার্তা! শুভ না অশুভ ইঙ্গিত এটি? জেনে নিন

বাস্তুশাস্ত্রে বলা হয়েছে বাদুড় ও বোলতার বাসা বাঁধার তাৎপর্য। জেনে নিন আপনিও

পূর্বাশা, হুগলি: বেশিরভাগ সময় গাছের আশেপাশে বাসা বাঁধলেও মানুষের বাড়ি বাদুর, বোলতার প্রিয় ঠাঁই। শুধু এরা নয় মাঝেমধ্যেই চিলেকোঠায় বা কার্নিশ-বারান্দায় বাসা বাঁধে চড়ুই, ঘুঘুর মতো পাখিরা। বাস্তুশাস্ত্র বলে বাদুর, বোলতা বা পাখির বাসা বাঁধা বেশ কিছু তাৎপর্য বহন করে। কোনো শুভ ও অশুভ ইঙ্গিত দেয়। বাস্তুশাস্ত্র মতে কোনটি শুভ ইঙ্গিত আর কোনটি অশুভ ইঙ্গিত আসুন জেনে নেওয়া যাক।

Spiritual,Vastu,Vastu Sastra,Vastu Tips,Astrology

বাস্তুশাস্ত্রে বলা হয়েছে, বাড়িতে যদি মৌচাক তৈরি হয় বা বোলতা বাসা বাঁধে তবে তা আগামী দিনে আপনার জীবনে আগত সমস্যার বার্তা হতে পারে। এমনও হতে পারে যে আপনাকে আর্থিক সংকটের মুখোমুখি হতে হবে।আবার, বাড়িতে বাদুড়ের বাসা বাঁধাকেও অশুভ বলে মনে করা হয়। আগামী দিনের কোনো সমস্যা বা অপ্রিয় ঘটনা ঘটার আগাম সম্ভাবনা হতে পারে এটি।

Spiritual,Vastu,Vastu Sastra,Vastu Tips,Astrology

বাড়িতে বাদুড় ও মৌচাক তৈরি হওয়া যেমন অশুভ লক্ষণ তেমনই চড়ুই পাখির বাসা বাঁধা শুভ লক্ষণ বলে বিবেচিত হয়। তবে চড়ুই পাখিকে অবশ্যই বাড়ির পূর্বদিকে বাসা বাঁধতে হবে। পুরনো বাড়িতে বা উত্তর কলকাতার অধিকাংশ বাড়িতেই পায়রার বকম বকম ডাক শোনা যায়। বাস্তুশাস্ত্র বলে, পায়রা যদি বারান্দায় বা জানলায় বাসা বাঁধে তবে তা শুভ লক্ষণ নয়।




Leave a Reply

Back to top button