বাড়িতে শিবলিঙ্গ রয়েছে? ভুলেও করবেন না এই কাজগুলি! নেমে আসবে ঘোর বিপদ
বাড়িতে শিবলিঙ্গ থাকলে কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে। কী কী? আসুন জেনে নিই

পূর্বাশা, হুগলি: পরিবারে সুখ ও সমৃদ্ধির প্রার্থনা করতে গৃহে শিবলিঙ্গ স্থাপন করেন অনেকেই। তবে অনেকেই জানেন না শিবলিঙ্গ স্থাপন করলে বেশ কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হয়। যা না করলে পরিবারে নেমে আসতে পারে ঘোর বিপদ। কী কী নিয়ম মেনে চলতে হবে, তা অবশ্যই জেনে নিন।
১) গৃহে শিবলিঙ্গ আনলেই হয় না। তার প্রাণ প্রতিষ্ঠা
করতে হয় নির্দিষ্ট নিয়ম মেনে। আর যদি তা না করেন তবে ঘোর বিপদ।
২) শিবলিঙ্গে প্রাণ প্রতিষ্ঠার পর নিষ্ঠা ভরে নিত্যদিন
তার পুজো করতে হবে। মনের ভক্তিকে উজাড় করতে হবে মহাদেবের চরণে।
৩) শিবলিঙ্গের স্নান ও নিত্যপুজো নির্দিষ্ট নিয়ম মেনে করতে হবে। দেবতা যদি অসন্তুষ্ট হন তবে মহা বিপদ। তাই অবশ্যই এ দিকে খেয়াল রাখতে হবে ভক্তকে।
৪) বাড়িতে অশৌচ থাকলে ঠাকুর ছোঁয়ার নিয়ম নেই। কিন্তু জেনে রাখবেন, শিবলিঙ্গের অভিষেক বন্ধ রাখা যাবে না। সেক্ষেত্রে গৃহস্বামী অন্য পুরোহিত নিযুক্ত করতে পারেন।
৫) শিবলিঙ্গের অভিষেক একটি নিয়ম মেনে করা হয়। পাঁচটি উপকরণ যথা- ঘি, মধু, দই, দুধ ও গঙ্গাজল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হয়। এছাড়াও রয়েছে নির্দিষ্ট নিয়মকানুন।