অ্যারেঞ্জড ম্যারেজের পর সুখী দাম্পত্য মিলছে না? জীবনে বসন্ত ফেরান পাঁচ উপায়ে
সুখী দাম্পত্যের সেরা পাঁচ টোটকা! জেনে নিন, মেনে চলুন

পূর্বাশা, হুগলি: কথায় আছে জন্ম, মৃত্যু, বিয়ে তিন বিধাতা নিয়ে। কার সাথে কার বাঁধন লেখা তা ঠিক করেন স্বয়ং ইশ্বর। কখনও দুটো মানুষ পরস্পরের ভালোবেসে বিয়ে করেন তো কখনও দেখা সাক্ষাতে বাঁধা পড়ে গাঁটছড়া। অনেক সময়েই দেখা যায় অল্প সময়ের পরিচয়ে বিয়ের পর স্ত্রীর ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছেন আপনি। তাহলে কিভাবে বসন্ত আনবেন জীবনে? তার জন্য রইল সেরা পাঁচ টিপস।
১) একসঙ্গে সময় কাটান
বিয়ের আগে যথেষ্ট সময় আপনাদের চেনা পরিচিতি না হওয়ায় হতে পারে বিয়ের পর একটা অস্বস্তি কাজ করছে আপনার স্ত্রীর মধ্যে। তাই এ পরিস্থিতির প্রতিকারে দুজনে আরও বেশি করে সময় কাটান। এতে ভালোবাসা আসবে দাম্পত্যে।
২) ভালোবাসার প্রকাশ
স্ত্রীর ভালোবাসা পেতে চাইলে তাঁকে ‘ভালোবাসি’ বলুন। প্রয়োজনে দিনে বারবার। এই শব্দটির মধ্যে এমন এক শক্তি রয়েছে যা অপরজনকে আকর্ষণ করবেই। ভালোবাসা আসবে জীবনে।
৩) তাঁর পরিবারকে সন্মান দিন
একজন মেয়ে সবসময়েই চান যে তাঁর সঙ্গী তাঁর পরিবারকে সন্মান দেবে, ভালোবাসবে। তাই স্ত্রীর মন জয় করতে স্ত্রীর বাড়ির ছেলে হয়ে উঠুন। আপনার ব্যবহারে থাকুক নমনীয়তা।
৪) স্ত্রীর ভালোলাগায় গুরুত্ব
একজন স্বামী হিসেবে নিজের স্ত্রীর ভালোলাগায় গুরুত্ব দেওয়া অবশ্য কর্তব্য আপনার। সে কী ভালোবাসছে, কী বাসছে না তা খেয়াল করুন। চেষ্টা করুন তা মেনে চলার।
৫) উপহার
মাঝেমধ্যে ছোট ছোট উপহারও বড় টোটকা হিসেবে কাজ করে। তাই স্ত্রীর মন জয় করতে তাঁকে উপহার দিন। অফিস থেকে ফেরার পথে নিয়ে আসুন উপহার। স্ত্রীর মন খুশি হবে। এমনিই ভালোবাসবে আপনাকে।