দামী জিনিস খোয়া গিয়েছে? এই টোটকা মানুন, খুঁজে পাবেন একনিমেষে
এই টোটকাগুলি মানলে হারিয়ে যাওয়া দামি জিনিস খুঁজে পাবেন সহজেই

মানুষ তার পছন্দের দামি জিনিসকে যথেষ্ট যত্নে গুছিয়ে রাখেন। কিন্তু অনেক সময়েই দেখা যায় অধিক যত্নের পরেও খোয়া যায় দামি বস্তুটি।
গোটা বাড়ি বা সম্ভাব্য জায়গাগুলি তন্য তন্য করে খুঁজলেও তার হদিশ মেলেনা। তবে আমরা হয়তো অনেকেই জানিনা আমাদের হাতের কাছে এমন এক টোটকা আছে, যা মেনে চললে খোয়া যাওয়া জিনিস মিলবে সহজেই। উপরন্তু ছোটাছুটি কমবে ও হয়রানি কাটবে। আসুন জেনে নিই কি এমন টোটকা।
জোতিষশাস্ত্র বলে, কোনো হারানো জিনিস খুঁজে পেতে হলে তার জন্য খুব যে কষ্ট করতে হবে তা নয়। তবে সত্যিই যদি হারানো বস্তু হাতে পেতে চান তার জন্য মানতে হবে কিছু নিয়ম বা টোটকা। সে পথেই মিলবে সমাধান। যেমন, ১) কোনোও মূল্যবান জিনিস যদি হারিয়ে যায়, তবে দেবী দূর্গার মন্দিরে গিয়ে দুইটি নারকেল নিবেদন করুন। তার সঙ্গে জপ করুন বটুক ভৈরবের মন্ত্র। দেবী দূর্গা ও বাবা ভৈরবের কাছে প্রার্থনা করলে ফিরে পাবেন আপনার হারিয়ে যাওয়া জিনিস। ২) যদি এমন হয় যে আপনি একটি জিনিস অনেকদিন ধরেই খুঁজছেন কিন্তু পাচ্ছেন না, সেক্ষেত্রে দ্বিতীয় টোটকা রয়েছে আপনার জন্য। জ্যোতিষশাস্ত্র বলে, একটি হলুদ কাপড়ে হলুদ টুকরো বেঁধে পরিষ্কার জায়গায় রাখতে হবে। এরপর বান্ডিলের কাছে একটি প্রদীপ জ্বালিয়ে ওম গণেশে নমঃ মন্ত্রটি ১০৮ বার জপ করতে হবে। এবার যদি বান্ডিলটি দিয়ে আপনি হারিয়ে যাওয়া জিনিসের সন্ধান করেন তবে অবশ্যই তা পাবেন।
৩) যদি টাকা ভর্তি মানিব্যাগ বা নোট হারিয়ে যায়, তবে বাড়িতে পদ্মফুলের মাঝখানে যজ্ঞ করতে পারেন। এভাবে হারিয়ে যাওয়া ব্যাগ বা নোট খুঁজে পাবেন। ৪) চার নম্বর টোটকাটি অনেকেই মেনে চলেন। আমাদের আগের প্রজন্মের মুখে শোনা যায়,
কোনোও মূল্যবান জিনিস যদি হারিয়ে যায় তবে
সাদা রুমালের মাঝে একটি মুদ্রা রাখুন। এরপর চার কোণায় গেট বাঁধুন। এই প্রতিকারে হারিয়ে যাওয়া জিনিস ফেরত পাবেন। ৫) জোতিষশাস্ত্র বলে, রাহু যদি কুন্ডলীর অশুভ অবস্থান করে, তবে দামি জিনিস হারিয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে। সেক্ষেত্রে একটি দূর্বার গিঁট বেঁধে প্রার্থনা করতে হবে। জানা যায়, দূর্বার গিঁট বাঁধলে রাহু শান্ত হয়। ও হারানো বস্তু ফেরত পাবেন।