বর্ষায় জামাকাপড়ের দুর্গন্ধে নাজেহাল? সমাধান খুঁজছেন? রইল চার জরুরি টিপস
বর্ষা এলেই জামাকাপড়ের দুর্গন্ধ! এই সমস্যা থেকে মুক্তির টিপস রইল প্রতিবেদনে

পূর্বাশা, হুগলি: বর্ষা মানেই স্যাঁতসেঁতে আবহাওয়া। রাস্তাঘাটে জমা জল আর প্যাচপ্যাচে কাদা।বর্ষা ঋতুতে প্রিয় হলেও নানান সমস্যায় নাজেহাল হতে হয় মানুষকে। কখনও সারারাত বৃষ্টির পর হাঁটুজলে অফিস ছোটা তো কখনও বর্ষার ভিজে জামাকাপড় থেকে ছড়ানো দুর্গন্ধে নাজেহাল হওয়া। তবে সমস্যা যেমন আছে, তার সমাধানও আছে। আসুন জেনে নিই কিভাবে মিলবে সমস্যা থেকে রেহাই।
১) টিপস ওয়ান: বর্ষার ভিজে জামাকাপড় থেকে দুর্গন্ধ দূর করার এক নম্বর টিপস হল বাড়ি ফিরেই জামা ধুয়ে দেওয়া। অফিস থেকে বাড়ি ফিরেই তাড়াতাড়ি করে ধুয়ে ফেলুন জামাকাপড়। এতে জামাকাপড়ে জীবানু বাসা বাঁধবে না ফলে দুর্গন্ধ দূর হবে।
৩) টিপস টু: জলধোয়া বা কাচা জামাকাপড় যতক্ষণ সম্ভব খোলা হাওয়ায় রেখে দিন। বর্ষায় জামাকাপড় শুকানো অবশ্যই কষ্টকর। তবে যেটুকু সময় পাবেন তাকে খোলা হাওয়ায় ছেড়ে দিন। ছাদে জামাকাপড় দিলে যদি বৃষ্টিতে ভেজার ভয় থাকে তবে ঘেরা জায়গায় মেলে রাখুন জামা কাপড়। এতে জীবানু হ্রাস পাবে ও দুর্গন্ধ দূর হবে।
৩) টিপস থ্রি: কাচার জন্য আলাদা করা জামা কখনও ওয়াশিং মেশিনে রেখে দেবেন না। এটি করলে জামাকাপড় কাচার পরেও বিচ্ছিরি দুর্গন্ধ বেরোবে। তাই কাচার সময় না পেলে জল দিয়ে ধুয়ে রাখুন। এছাড়া, মাঝেমধ্যে ওয়াশিং মেশিন পরিষ্কার করাও জরুরি। এতে দুর্গন্ধের প্রকোপ কমে।
৪) টিপস ফোর: স্যাঁতস্যাঁতে বা হালকা ভিজে জামাকাপড় কখনও আলমারিতে তুলবেন না। এতে দুর্গন্ধে চেপে বসে জামায়। পরে একটানা এই সমস্যায় জর্জরিত হতে হয় আপনাদের। তাই কাচার পর ভালো করে শুকিয়ে তবে আলমারিতে পাট করে রাখুন আপনার পছন্দের পোশাকগুলি।