দীর্ঘদিন আর্থিক সংকট নিয়ে ভুগছেন? এই টোটকা মানুন, একশো শতাংশ ফল দেবে
তুলসী গাছের পাতার রয়েছে অনেক মাহাত্ম্য। আসুন জেনে নিই সে বিষয়ে

পূর্বাশা, হুগলি: আর্থিক সংকট মানুষের জীবনের একটি বড় সমস্যা। এই সংকট থেকে মুক্তি পেতে অনেক সময়েই কোনোও পাথর ধারণ বা জ্যোতিষীদের কাছে প্রতিকার চান মানুষ। কিন্তু জানেন কী আমাদের হাতের কাছেই রয়েছে সমাধান। জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্রে তুলসী পাতাকে ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই পাতার মধ্যে নিহিত শক্তি আমাদের ভাগ্য বদলে দিতে পারে। আবার যাবতীয় আর্থিক সংকট দূর করতে পারে। আসুন জেনে নিই এ বিষয়ে কিছু তথ্য।
জ্যোতিষশাস্ত্র মতে, নিত্যদিন বাড়িতে তুলসীগাছের
পুজো করা উচিত। কারণ যে বাড়িতে তুলসী মায়ের
আরাধনা করা হয়, সেই বাড়িতে বাস করেন স্বয়ং লক্ষ্মী দেবী। শাস্ত্র মতে, আপনার বাড়িতে যদি ক্রমাগত আর্থিক সংকট চলে ও অশান্তির সম্মুখীন হন, তবে তামা বা পেতলের বাটিতে রাখা জলের মধ্যে তুলসী পাতা ভিজিয়ে রাখুন। আর এতেই দূর হবে যাবতীয় সংকট।
ব্যবসায়িক ক্ষতির মুখে পড়লে জলের মধ্যে দুই/তিন দিন কিছু তুলসী পাতা ভিজিয়ে রাখুন। তারপর সকালে উঠে সেই জল ছিটিয়ে নিন গায়ে। সমস্যা দূর হবে আপনার। এছাড়া প্রতিদিন মনের ভক্তিতে নিষ্ঠা ভরে তুলসী মাতার পুজো করুন। এতেই মিলবে মনের শান্তি কাজে সাফল্য।