‘রাখি বন্ধন’ উৎসবের শুভারম্ভ কোথা থেকে? উৎসবের আগেই জেনে নিন সেই অজানা কাহিনী
রাখি বন্ধনের প্রারম্ভে আছে পৌরাণিক কাহিনী, এর আগে জানতেন কী?

পূর্বাশা, হুগলি: ভারতবর্ষের একটি মিষ্টিমধুর উৎসব হল রাখি বন্ধন উৎসব। এইদিন ভাই ও বোন একে অপরকে রাখি বেঁধে মিষ্টি মুখ করে ও শুভকামনা জানায়। প্রতিবছর ভারতবর্ষে বিশেষ আয়োজনে পালিত হয় এই উৎসব। এই রাখি বন্ধন উৎসব কিন্তু এক দিনের নয়। এর সঙ্গে জড়িয়ে আছে বিভিন্ন অজানা ইতিহাস ও পৌরাণিক কাহিনী। আসুন জেনে নেওয়া যাক রাখি বন্ধন উৎসবের শুরু কোথা থেকে।
কথিত আছে, ভগবান রাম যখন বানর সেনাদের ফুল দিয়ে রাখি বাঁধছিলেন সেই সময় লক্ষ্মী দেবী ছদ্মবেশে বলিরাজার কাছে আসেন ও তাঁর হাতে রাখি বেঁধে দেন। লক্ষ্মীদেবীর উদ্দেশ্যে বলিরাজা কারণ জিজ্ঞাসা করলে তিনি জানান, যে তিনি শ্রী বিষ্ণুর কাছে বৈকুন্ঠে ফিরে যেতে চান। সব শুনে বলিরাজা মুগ্ধ হয়ে শ্রী লক্ষ্মীকে বৈকুন্ঠে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেন। মনে করা হয়, সেই থেকে রাখি বন্ধনের সূত্রপাত। শ্রাবণ পূর্ণিমার দিনটি পালিত হয় রাখি বন্ধন উৎসব রূপে।
আবার আরেকটি পৌরাণিক কাহিনীতে বলা হয়, একবার শ্রীকৃষ্ণের হাত কেটে রক্ত ঝরায় দ্রৌপদী সেই আহত স্থানে তাঁর নিজের মূল্যবান রেশমের শাড়ি ছিঁড়ে বেঁধে দেন। এ যেন ভাই বোনের সম্পর্কের এক স্নেহের পরশ। এখনও তাই বোনেরা রাখি পরিয়ে ভাইয়ের মঙ্গল কামনা করেন। মিষ্টি মুখে পালিত হয় রাখি বন্ধন উৎসব।