দেবী লক্ষ্মীর প্রিয় এই গাছ বাড়িতে আনে ধন বর্ষা! জেনে নিন এই গাছের পরিচয় ও সঠিক ব্যবহার

মানি প্ল্যান্ট ছাড়াও আরও এক গাছ রয়েছে যা সম্পদের আগমণ ঘটায়। রইল এ বিষয়ে বিস্তারিত

পূর্বাশা, হুগলি: মানি প্ল্যান্টের নাম আমাদের সবারই জানা। এই গাছ বাড়িতে সমৃদ্ধি আনে বলে কথিত আছে। বাস্তু শাস্ত্রে এই গাছকে উপকারী উদ্ভিদ বলে চিহ্নিত করা হয়। কিন্তু জানেন কী মানি প্ল্যান্ট ছাড়াও এমন এক গাছ রয়েছে যা গৃহে আনলে ধনবর্ষা হতে বাধ্য। দেবী লক্ষ্মীর প্রিয় এই গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রে।

Plant,Indoor plant,Spiritual,Bastu Sastra,Rules of Bastu Sasrta

বাস্তুশাস্ত্র থেকে জানা যায়, এই গাছের নাম হল
‘Crassula Plant’ বা ‘Jade Plant’। এই গাছের চারা বাড়িতে রোপণ করলে সে গৃহে অর্থের অভাব হয়না। কারণ অত্যন্ত শুভ এই গাছ রোপণের সঙ্গে সঙ্গে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান গৃহস্বামী। আরেক নামে একে সম্পদের গাছ বলেও উল্লেখ করা হয়। এই গাছ রোপণের বেশ কিছু নিয়ম রয়েছে। আসুন জেনে নিই সে বিষয়ে।

Plant,Indoor plant,Spiritual,Bastu Sastra,Rules of Bastu Sasrta

বাস্তুশাস্ত্রে বলা হয়েছে, ক্রাসুলা গাছকে গৃহের প্রবেশ দ্বারের ডানদিকে লাগাতে হবে। তবেই এর থেকে উপকার পাওয়া যাবে। আর যদি আপনি কর্মজীবনে উন্নতি চান তবে অফিসেও এই গাছ লাগাতে পারেন। সম্পদের আগমণ, ঋণ মুক্তি ও কর্মজীবনের উন্নতির ধারা খুঁজে পাবেন এর হাত ধরে।




Leave a Reply

Back to top button