প্রতিপত্তির আলো পেরিয়ে নিভৃত জীবনযাপন! রতন টাটার ভাই বাস করেন একাকী, ছোট্ট ফ্ল্যাটে…
দুই কামরার ছোট্ট ফ্ল্যাটে বাস রতন টাটার ভাইয়ের! তাঁর জীবনযাত্রা শুনলে অবাক হতে বাধ্য

পূর্বাশা, হুগলি: রতন টাটার নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দায়। দেশের বিখ্যাত শিল্পপতি ও টাটা অ্যান্ড সন্স গোষ্ঠীর চেয়ারম্যান রতন টাটাকে নিয়ে আলোচনার শেষ নেই। কিছুদিন আগে রতন টাটা ও তাঁর ভাইয়ের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। জানা যায়, রতন টাটার এই ভাইয়ের নাম জিমি টাটা। বর্তমানে টাটা পরিবার থেকে দূরে লোকচক্ষুর আড়ালে একাকী জীবন কাটান তিনি।
ছোট বেলায় টাটার বাবা ও মা জিমি টাটাকে দত্তক নিয়েছিলেন। তবে পারিবারিক ব্যবসায় সেরকম আগ্রহ ছিল না জিমি টাটার। তার ছিল স্কোয়াশ খেলার প্রতি আগ্রহ। তবে টাটা কোম্পানির বস্ত্র ব্যবসার হাত ধরেই তার কর্ম জীবন শুরু। তবে বরাবরই এক সাধারণ জীবনযাপন ভালোবাসতেন তিনি। বিরাট প্রাসাদের পরিবর্তে আজকাল তিনি থাকেন মুম্বাইয়ের কোলাবা এলাকার একটি দুই কামরার ছোট্ট ফ্ল্যাটে। এখন বয়স তার ছুঁয়েছে বিরাশি বছর। মানুষের আনাগোনা তেমন পছন্দ করেন না তিনি।
নিভৃতে বাস করা এই মানুষটি মোবাইল ব্যবহার করেন না। অত্যন্ত লো প্রোফাইলে জীবন কাটানো মানুষটি টাটা পরিবারের সমৃদ্ধির আলো পেরিয়ে বাস করছেন সমাজ চ্ক্ষুর আড়ালে। বৃদ্ধ বয়সের নিপাট জীবন যাপনেই খুশি রয়েছেন তিনি।