ঠিক এই কারণগুলির জন্য আপনি আজও সিঙ্গল! প্রেমের পথে ছড়ানো রয়েছে ‘কাঁটা’
বেশ কিছু কারণ জীবনে প্রেম আসার পথে বাধা হয়ে দাঁড়ায়, কী কী?

একদা এক কবি বলে গিয়েছেন ‘প্রেম যে বড় জটিল জিনিস’। সত্যিই তাই। আবার গানে শোনা যায় ‘প্রেম যে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না’। আসলে প্রেমে পড়া আর প্রেম ভাঙার ব্যবধান যেমন দুই মেরু তেমনই চটজলদি প্রেমে পড়াও বেশ চাপের।অনেকে আছেন দীর্ঘদিন সম্পর্ক টিকিয়ে রেখেছেন। আবার অনেকেই আছেন যাঁরা তা পারেননি। আবার এরকমও কিছু মানুষ রয়েছেন যাঁরা অনেকদিন ধরেই সিঙ্গল। তা সত্ত্বেও নতুন সম্পর্কে জড়াচ্ছেন না। এই সব কিছুর জন্যই রয়েছে বেশ কিছু কারণ। আসুন জেনে নিই সেগুলি কী কী।
১) অভ্যাস- হতে পারে আপনার অভ্যাসের জন্যই কোনো সঙ্গী আপনার সঙ্গে থাকতে চাইছেন না।
বদভ্যাসের তালিকা লম্বা হলে সেটা স্বাভাবিকভাবে
সমস্যার। আর সেটি দীর্ঘ একাকিত্বের কারণ হতে পারে।
২) অতিরিক্ত প্রচেষ্টা- অনেকেই আছেন যাঁরা সম্পর্কে পা রাখার জন্য চেষ্টার ত্রুটি রাখেন না। আর অতিরিক্ত চেষ্টাই প্রেমের পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই বিশেষজ্ঞেরা বলেন, চেষ্টা করা ভালো তবে মোটেই অতিরিক্ত নয়। স্বাভাবিক আচরণ করুন। প্রেম যখন আসার ঠিকই আসবে।
৩) অপেক্ষা- হতে পারে আপনার আগের সম্পর্কে ভাঙন ধরলেও সে পথ আপনি ছেড়ে আসতে পারেননি। পুরোনো টান রয়ে গিয়েছে এখনও। আর তাই সেই মানুষটার অপেক্ষাতেই কাটছে দিন। যার ফলে নতুন সম্পর্কে পা রাখতে দুবার ভাবছেন।
৪) পারফেক্ট পার্টনারের খোঁজ: হতে পারে আপনি কারোর সঙ্গেই মানিয়ে উঠতে পারছেন না। সহজ কথায় ‘ভাইব’ ম্যাচ হচ্ছে না আপনাদের। আর এ কারণেই নতুন কেউ আসতে চাইলেও তাঁকে জায়গা দিচ্ছেন না আপনি।
উপরোক্ত কারণগুলি সবটাই ধারণা থেকে বলা হয়েছে। সম্পর্কে যাওয়া বা না যাওয়া অবশ্যই ব্যক্তিগত ব্যাপার। তবে সবার ক্ষেত্রেই যে ব্যাক্তিগত কারণগুলি এক হবে, তার কোনও মানে নেই।