রোজকার অশান্তিতে জেরবার? স্ত্রীর চিৎকারের মুখে কীভাবে উচিত জবাব দেবেন জেনে নিন
যে কোনও ইস্যুতেই অকারণ চিৎকার করছে স্ত্রী? জবাব দিতে মানুন পাঁচ উপায়

যে কোনো সম্পর্কেই কথা কাটাকাটি হয়। মতের অমিল হতেই পারে। কিন্তু রোজ রোজ অশান্তি হলে সেক্ষেত্রে সমস্যার। আর এই অশান্তির মাঝে যদি আপনার স্ত্রী আপনার ওপর ক্রমাগত চিৎকার করতে থাকেন, তবে মেজাজ বেসামাল হবে আপনারও। আর এই ব্যাপার যদি রোজ রোজ চলতে থাকে তাহলে সম্পর্কে ফাটল আসতে দেরী হবে না। তাই এই অঘটন ঘটার আগেই পাঁচটি টিপস ফলো করুন। কমবে অশান্তির ঝাঁঝ।
১) সম্পর্কে নীরবতাঃ কথায় আছে ‘নীরবতারও শব্দ আছে’। যদি এমন হয় সম্পর্কের অশান্তির ঝাঁঝ পৌছে যাচ্ছে বাড়ির বাইরেও আর স্ত্রী আপনার উপরেও প্রতিনিয়ত চিৎকার করেছেন তাহলে এক উপায়ে কাবু করতে পারেন অশান্তি। স্ত্রী চিৎকার করতে শুরু করলেই আপনি মুখে কুলুপ আঁটুন। যতক্ষণ না আপনার স্ত্রী বুঝছে যে সে ভুল করেছে ততক্ষণ কথা বলবেন না।
২) পাত্তা দেবেন নাঃ রোজকার অশান্তির ফলে যদি আপনার মুড অফ হয়ে যায় আর তার রেশ পড়ে তার কাজে তবে অবশ্যই এড়িয়ে চলুন ঝগড়া। সেক্ষেত্রে স্ত্রী গলা চড়ালেই বেপাত্তা হয়ে যান আপনি। বাইরে থেকে ঘুরে আসুন কিংবা আড্ডা মেরে আসুন। এতে মুড ঠিক থাকবে আপনার।
৩) ভুলটা বোঝানঃ যে কোনও কারণকে ইস্যু করে যদি আপনার স্ত্রী অশান্তি শুরু করেন তবে তাঁকে ভুলটা বোঝান। তবে আপনি গলা চড়াবেন না। এতে সমস্যা বাড়বে বৈ কমবে না। ভুলটা হাতেনাতে দেখান। চুপ করে না থেকে প্রয়োজনে প্রতিবাদ করুন।
৪) নিজেদের মধ্যে কথা বলুনঃ কথা বললে বহু সমস্যার সমাধান হয়। তাই নিত্যদিনের অশান্তি থেকে রেহাই পেতে একসঙ্গে বসে কথা বলুন। স্ত্রীর কোথায় সমস্যা হচ্ছে জানুন। প্রয়োজনে একসঙ্গে বাইরে ঘুরে আসুন। এতে ঠিক থাকবে সম্পর্কের বাঁধন।
৫) ডাক্তারের পরামর্শ নিনঃ যদি দেখেন যে উপরের সবকটি উপায় আপনি মেনে ফেলেছেন, তবু সমস্যা ঠিক হওয়ার কোনোও লক্ষণই নেই তখন মনোবিদের পরামর্শ নিন এবং সেটা স্ত্রীকে বোঝান। স্ত্রীকে নিয়েই মনোবিদের কাছে যান। সমস্যার গোড়া খুঁজতে পারলেই তার সমাধান হবে।