ভাইয়ের হাতে রাখি বাঁধবেন? তার আগে জেনে নিন এই নিয়মগুলি

রাখির দিন এই কাজগুলি কক্ষনো করবেন না!

পূর্বাশা, হুগলি: চলতি মাসের ৩০ ও ৩১ তারিখ রাখি পূর্ণিমা। এই দিন ভাইয়ের হাতে রাখি বাঁধবেন দিদি ও বোনেরা। রাখি বন্ধন এক শুভ অনুষ্ঠান। এই অনুষ্ঠান ভাই ও বোনের সম্পর্ককে দৃঢ় করে। একে অপরের শুভ কামনায় রঙিন হয়ে ওঠে দিনটি। তবে রাখি পূর্ণিমার দিন বেশ কিছু নিয়ম অবশ্যই মেনে চলা উচিত। কী কী? আসুন জেনে নিই।

India,Indian,Rituals,Hindu Rituals,Culture,Raksha Bandhan

 

১) দক্ষিণ দিকে মুখ করে বসে কখনও রাখি পারবেন না। এতে অশুভ প্রভাব পড়তে পারে।

২) কালো রঙের সুতো দিয়ে তৈরি রাখি ভাইকে পরাবেন না। এছাড়া ছেঁড়া, ফাটা বা ভেঙে যাওয়া
রাখি পরানো থেকেও বিরত থাকুন।

৩) রাখি পরানোর সময় মাথা ঢেকে বসুন অবশ্যই।

৪) রাখির একদিন আগে ভগবান গণেশ, শ্রীকৃষ্ণ ও মহাদেবকে রাখি পরান। অত্যন্ত শুভ হবে আপনার রাখি বন্ধন উৎসব।

India,Indian,Rituals,Hindu Rituals,Culture,Raksha Bandhan

৫) রাখি বন্ধন উৎসব চলাকালীন প্রদীপের শিখা যাতে ক্রমাগত জ্বলতে থাকে, সেদিকে খেয়াল রাখবেন।

৬) প্লাস্টিকের রাখি ভাইয়ের হাতে বাঁধবেন না।

৭) রাখি বন্ধনের দিন কুমকুমের তিলকের পরিবর্তে
চন্দনের তিলক পরান।

এবছর রাখি বন্ধন উৎসব সকলের ভালো কাটুক। ভাইবোনের সম্পর্ক খুনসুটি-ভালোবাসায় পূর্ণ হয়ে উঠুক।




Leave a Reply

Back to top button