কপালে টিপ না পরলে সাজই বৃথা! ‘টিপ’ সম্বন্ধীয় এই তথ্যগুলি আগে জানতেন কী?
কপালে টিপ পরেন রোজ, আজ জেনে নিন তার রূপ ও উপকারীতা।

পূর্বাশা, হুগলি: ভারতবর্ষের সংস্কৃতির অন্যতম একটি অংশ হল টিপ ও তিলক। এটিকে সাজপোশাকের অঙ্গও বলা চলে। বিয়ে হোক কি পুজো পার্বণ কপালে টিপ পরাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বিয়ে ও অন্নপ্রাশনে যেমন লাল-সাদা চন্দনের টিপে কপালে কলকা আঁকা হয়, তেমনই পুজোয় বা ধর্মীয় অনুষ্ঠানে পরা হয় তিলক। কিন্তু এটুকু জানলেও ‘টিপ’ সম্বন্ধীয় অনেক কিছুই এখনো অজানা আমাদের। আজকের প্রতিবেদনে জেনে সে বিষয়ে কিছু তথ্য।
ভারতীয় নারীদের পছন্দের সাজ টিপ। এই টিপ পরার পিছনে যেমন আধ্যাত্মিক যোগ রয়েছে, তেমনই রয়েছে বিজ্ঞানসম্মত কারণ। টিপ পরা হয় কপালে। অর্থাৎ দুই ভুরুর মধ্যস্থলে। আর এই স্থানটি দেহের একটি গুরুত্বপূর্ণ নার্ভ পয়েন্ট। মনে করা হয়, এই স্থানে টিপ পরলে রক্তচলাচল বাড়ে। নার্ভ আরও সচল হয়। যার দরুণ অনুভূতি বৃদ্ধির সাথে সাথে দৈনন্দিন কাজে মন বসে। টিপ পরার নিজস্ব স্টাইল ও ধরন আছে, গোল, চৌকো, কিংবা ত্রিকোনাকৃতি, নানান ধরনের টিপে সাজেন ভারতীয় নারীরা। কখনো পোশাকের সঙ্গে মানানসই টিপ, তো কখনো লাল রঙের সিঁদুরের টিপ, নারীদের কপালে শোভা পায় তার সাজ।
ধর্মীয় কারণে কপালে তিলক কাটার ক্ষেত্রেও রয়েছে এমনই এক বিজ্ঞানসম্মত কারণ। অর্থাৎ কেবল সৌন্দর্য বৃদ্ধিই নয়, স্বাস্থ্যের উন্নতিতেও সাহায্য করে কপাল মধ্যস্থ টিপ। এছাড়া আরও একটি ব্যাখ্যা বলে, আমাদের তৃতীয় চক্ষু রয়েছে কপালে। যার জাগরণে ভূমিকা রয়েছে টিপের।