এবছর রাখি বাঁধার আগে সেরে ফেলুন চার কাজ! ঘরে আসবে টাকা, জমবে রাশি রাশি ধনসম্পদ

রাখি বন্ধনের দিন এই কাজগুলি করুন দূর হবে যাবতীয় আর্থিক সমস্যা

পূর্বাশা, হুগলি: ভারতবর্ষের একটি জনপ্রিয় উৎসব হল রাখি বন্ধন উৎসব। এইদিন ভাইয়ের হাতে রাখি বেঁধে তাঁর দীর্ঘায়ু ও শুভকামনা করেন দিদি ও বোনেরা। ঘরে ঘরে যত্ন সহকারে পালিত এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে সম্পর্কের অটুট ভালোবাসা। তবে রাখি বাঁধার বেশ কিছু নিয়মও রয়েছে। জানা যায়,।এই দিন বেশ কিছু কাজ করলে ভাই-বোনের সম্পর্ক যেমন দৃঢ় হয়, তেমনই মুক্তি পাওয়া যায় আর্থিক সংকট থেকেও। আসুন জেনে নেওয়া যাক এ বিষয়ে বিস্তারিত।

Raksha Bandhan,Rakhi Purnima,Astrology,Money,Lifestyle

এবছর ৩০ ও ৩১ অগাস্ট এই দুদিন রাখি বন্ধন উৎসব পালিত হবে দেশে। তবে ৩১ তারিখ সকাল
৭টা নাগাদ কে রাখি বাঁধার শুভ সময় বলে উল্লেখ করা হয়েছে। এইদিন দেবী লক্ষ্মীর আরাধনার মাধ্যমে রাখি বন্ধন অনুষ্ঠানের প্রারম্ভ করুন। মা লক্ষ্মীকে নিবেদন করুন লাল ও গোলাপি রঙের রাখি। এতে ঘরের আর্থিক সমস্যা দূর হবে। ভাই-
বোনের মধ্যে যদি নিত্য মতের অমিল, ভুল বোঝা বুঝি বজায় থাকে, তবে গণেশ ঠাকুরকে রাখি বেঁধে নিজের মনস্কামনা জানান। অবশ্যই দূর হবে আপনার সমস্যা।

Raksha Bandhan,Rakhi Purnima,Astrology,Money,Lifestyle

রাখি বন্ধনের দিন ভাই-বোনের সম্পর্ককে কুদৃষ্টি থেকে দূরে রাখুন। এর জন্য রাখি বাঁধার সময় থালায় ফুঁটি রাখুন আর রাখি বাঁধা হয়ে গেলে সাত বার ভাইয়ের মাথা থেকে উল্টো দিকে নিক্ষেপ করুন ফটকিরি। রাখি বন্ধনের দিন স্নান সেরে ভগবান সূর্যদেবকে জল নিবেদন করুন। এতে ভাগ্য উজ্জ্বল হবে। আর আপনি যদি চান সংসারের সমস্ত রোগ দোষ দূর করে ঋণ ও অর্থের অভাব থেকে মুক্তি পাবেন, তবে একটি মাটির কলসিতে জল রেখে তাকে প্রবাহিত হতে দিন। দূর হবে আপনার যাবতীয় সমস্যা।




Leave a Reply

Back to top button