গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নিচ্ছেন? বিয়ের আগে এই বিষয়গুলি জেনে নিন অবশ্যই

কিছুদিনের মধ্যে আপনার বিয়ে, তার আগেই সঙ্গীর থেকে জেনে নিন এই বিষয়গুলি

জীবন এক প্রবহমান নদীর মতো। সেখানে বইতে
বইতে এক একটি ধাপ পার করতে হয়। কথায় আছে জন্ম, মৃত্যু, বিয়ে তিন বিধাতা নিয়ে। জীবনে একটি নির্দিষ্ট পর্যায়ে এসে বিবাহ বন্ধনে যুক্ত হতে হয় সকলকেই। তারপর সেই জীবনসঙ্গীর হাত ধরে কাটে বাকি জীবনের দিনগুলি। তবে গাঁটছড়া বাঁধার আগে সঠিকভাবে চিনে নিতে হবে সঙ্গীকে। তাই বিয়ের আগেই জেনে নিন এই পাঁচটি বিষয়।

Marriage,Married Life,Relationship

১) পুরনো সম্পর্ক- জীবনে নানান সময় সম্পর্কে জড়ায় মানুষ। কিন্তু সেই সম্পর্ক স্থায়ী না হলে পিছনে না তাকিয়ে এগিয়ে যাওয়াই ভালো। তবে অনেক মানুষ আছেন যাঁরা পুরনো সম্পর্কের রেশ কাটাতে পারেন না। এমনকি বিয়ের পরেও সে ধারা বজায় থাকে। আর তাই বিয়ের আগে সঙ্গীর সঙ্গে কথা বলুন। যদি দ্যাখেন আশঙ্কা ঠিক। তবে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন।

২) পারিবারিক জোর: অনেক পরিবারেই ছেলে বা মেয়ের মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে দেওয়া হয়। যার ফল ভুগতে হয় সঙ্গী হয়ে আসা মানুষটিকে। তাই বিয়ের আগে সঙ্গীর সাথে কথা বলে জানুন এ বিয়েতে তাঁর মত রয়েছে কিনা।

Marriage,Married Life,Relationship

৩) পছন্দ, অপছন্দ: প্রতিটি মানুষের ব্যক্তিগত পছন্দ, অপছন্দ থাকে। হতে পারে তাঁর হয়তো আপনাকে মন থেকে পছন্দ নয়। কোনো কারণ বশত বিয়েতে বাধ্য হচ্ছেন তিনি। বিয়ের আগে জেনে নিন সত্যিটা। হতে পারে আপনার জন্য আরও ভালো কেউ অপেক্ষায় রয়েছে।

৪) সুবিধা ও অসুবিধা: যাঁর সঙ্গে আপনার বিয়ে হচ্ছে, অর্থাৎ আপনার হবু সঙ্গীর সুবিধা, অসুবিধাগুলি আগের থেকে জেনে নিন। এতে আগামী দিনে সুখ থাকবে দাম্পত্যে। পাশাপাশি নিজের সুবিধা ও অসুবিধাগুলিও তাঁকে জানান। তিনি গুরুত্ব দিচ্ছেন কিনা তাও পরখ করে দেখুন।




Leave a Reply

Back to top button