প্রাণের ভয় থাকলে মোটেই যাবেন না! রইল পৃথিবীর এমন ৫টি নিষিদ্ধ স্থানের রহস্য

রিমা শিয়ালী,কলকাতা: কমবেশি প্রায় সকল মানুষের মনের ইচ্ছা গোটা পৃথিবী ভ্রমণের ( world tour ) ।কেননা পৃথিবীর বুকে এমন অনেক সুন্দর ও রহস্যময় স্থান আছে যা সম্পর্কে মানুষ জানতে চায় এবং সেসব রহস্য উদঘাটন করতে চায়।কিন্তু পৃথিবীতে বেশকিছু এমন জায়গা আছে ( Mysterious Places in the World ) যেখানে সাধারণ মানুষ চাইলেও প্রবেশের অধিকার নেই। এমনও জায়গা আছে যেখানে অনুমতি ছাড়া প্রবেশে মানুষের হতে পারে প্রাণ সংকট।কেবলমাত্র তালিকাবদ্ধ কিছু মানুষই প্রবেশ করতে পারে সেখানে।তবে কি এমন আছে সেসব জায়গায় যার জন্য এত কড়া নিরাপত্তা?জানতে পারলে শিউরে উঠবেন আপনিও।আসুন জেনে নেওয়া যাক পৃথিবীর এমন ৫ টি নিষিদ্ধ স্থানের ( 5 mysterious places ) সন্বন্ধে যেখানে সাধারণ মানুষের কোনো প্রবেশাধিকার নেই।
এরিয়া ৫১
আমেরিকার নেভাদা অঞ্চলের একটি সামরিক স্থাপনা হল এই এরিয়া ৫১ ( Area 51 ) ।দুর্ভেদ্য কাঁটা তার দিয়ে ঘেরা এই স্থানের প্রবেশপথেই টানানো একটি বোর্ডে পরিষ্কারভাবে লেখা আছে যে অনুমতি ছাড়া প্রবেশের চেষ্টা করলে তাকে গুলি করা হবে।আসলে এরিয়া ৫১ আমেরিকার একটি সামরিক ঘাঁটি যেখানে কেবলমাত্র আমেরিকার সামরিক বাহিনীর প্রবেশের অধিকার আছে।কেননা এই স্থানের কার্যকলাপকে সম্পূর্ণরূপে গোপন রাখতে চায় আমেরিকা সরকার।একারণেই পূর্বে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্নায়ুযুদ্ধ চলাকালীন এরিয়া ৫১ এর ব্যাপারে সোভিয়েত ইউনিয়ন বারবার অভিযোগ আনলেও তা কখনও স্বীকার করেনি আমেরিকা।তবে ২০১৩ সালের ১৮ আগস্ট শেষমেষ আমেরিকা সরকার এরিয়া ৫১ ( Area 51 ) এর অস্তিত্ব স্বীকার করে।এছাড়া জায়গাটিকে নিয়ে এমন গুজবও শোনা যায় যে সেখানে নাকি ভিনগ্রহী জীবদের যান উড়তে দেখা যায়।
ইসি গ্রান্ট মন্দির
জাপানে অবস্থিত এই মন্দিরটিকে ( Ise Grand Shrine ) সেখানের সবচেয়ে পবিত্র ও নিষিদ্ধ স্থানরুপে বিবেচনা করা হয়।এবং জাপানের রাজপরিবার ও ধর্মযাজক ছাড়া কেউই আজ পর্যন্ত এই মন্দিরে প্রবেশ করতে পারে নি।খ্রিস্ট পূর্ব ৪ সালে সূর্যের দেবী আমাতিরাসুর উদ্দেশ্যে এর প্রতিষ্ঠা করা হয়।ইতিহাসবিদদের মতে এই মন্দিরে জাপানের অতি প্রাচীন পুঁথি সংগৃহীত রয়েছে।এছাড়াও অনেকেই মনে করেন এই মন্দিরে নাকি পুরোনো অনেক আয়না আছে যেখানে মানুষের অতীত ও ভবিষ্যৎ দেখা যায়।তবে একথার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ক্লাব ৩৩ অব ডিজনিল্যান্ড
পৃথিবীর সেরা আমিউজমেন্ট পার্ক হিসেবে ডিজনিল্যান্ড সর্বস্তরে পরিচিত।তবে এই ডিজনিল্যান্ডে এমন একটি স্থান আছে যেখানে মানুষ চাইলেই প্রবেশ করতে পারবে না।ডিজনিল্যান্ডের নিউ অর্লিনস স্কোয়ারে অবস্থিত এই ক্লাব ৩৩ ( club 33 of Disneyland ) ওয়াল্ট ডিজনির সম্পূর্ণ ব্যক্তিগত একটি ক্লাব।এই ক্লাবের সদস্য হতে গেলে দিতে হয় প্রায় ১০ থেকে ৩০ হাজার মার্কিন ডলার।যা প্রায় ৩০ লাখ টাকার সমান।এছাড়াও বার্ষিক ৩২৭৫ থেকে ৬১০০ মার্কিন ডলার দিতে হয় এই ক্লাবে।আর সবকিছু ঠিক থাকলেও এই ক্লাবের সদস্য হতে প্রায় ১৪ বছর সময় লাগে।
ভ্যাটিকান সিক্রেট আর্কাইভ
ভ্যাটিকান শহরের সবচেয়ে গোপন জায়গা হিসেবে বিবেচিত হয় এই ভ্যাটিকান সিক্রেট আর্কাইভ।জায়গাটিকে গোপনীয়তার সংগ্রহশালাও বলা হয়।এই জায়গাটি এতটাই গোপন যে এখনও অবধি বেশকিছু পণ্ডিতই কেবল সেখানে প্রবেশ করতে পেরেছে।এই সংগ্রহশালাটি ৮৪কিমি দীর্ঘ এবং প্রায় ৮৪ হাজার বই আছে এখানে।এছাড়াও এখানে খ্রিস্টান, মিশনারী প্রভৃতি বিভিন্ন ধর্মের গোপন নথি আছে বলে মনে করা হয়।
আরও পড়ুন: প্রাগৈতিহাসিক টাইটানোবোয়ার, ৪২৫-ফুট লম্বা সাপের হদিশ মিলল গুগল ম্যাপে
মস্কো মেট্রো ২
রাশিয়ার এই মস্কো মেট্রো ২ ( Moscow metro 2 ) পৃথিবীর সবচেয়ে বড় পাতাল নগরী।তবে স্থানটির অস্তিত্ব স্বীকার করতে নারাজ রাশিয়া।আর এই কারণেই এই স্থানটিকে নিয়ে মানুষের কৌতূহল সর্বদাই থাকে তুঙ্গে।অনেকেরই মতে রাশিয়ার গোপন কার্যকলাপগুলি সব এই স্থান থেকেই পরিচালিত হয়।এই কারণেই মস্কো মেট্রো ২ এর ব্যাপারে পৃথিবীকে জানাতে চায় না রাশিয়া।স্টালিনের আমলে এই নগরী তৈরি হয় বলেই মনে করা হয়।
আরও পড়ুন: স্বর্গের সৌন্দর্য যেন হার মানে এসব স্থানের কাছে, দেখে নিন পৃথিবীর পাঁচটি অদ্ভুদ সুন্দর স্থান