স্বর্গের সৌন্দর্য যেন হার মানে এসব স্থানের কাছে, দেখে নিন পৃথিবীর পাঁচটি অদ্ভুদ সুন্দর স্থান

মহান সৃষ্টিকর্তার তৈরি এই পৃথিবীতে অনেক সুন্দর লীলাভূমি ( Most Beautiful Places ) রয়েছে যা একনজর দর্শনের জন্য সৌন্দর্য পিপাসুরা রীতিমত ব্যাকুল হয়ে থাকেন। ভারী অদ্ভুদ ও সুন্দর এই স্থানগুলো। আজ এই প্রতিবেদনের মধ্যে আপনাদের পরিচয় করাব পৃথিবীর পাঁচটি অদ্ভুদ সুন্দর স্থানের সঙ্গে। চলুন জেনে নিই –

১। বাইকাল লেক, রাশিয়া

Five strangely beautiful places
Five strangely beautiful places

পৃথিবীর সবথেকে ( world famouse place ) সুন্দর অদ্ভুদ রকমের সুন্দর জায়গা কোনটি বলতে হলে এই লেকের নাম সবার প্রথমেই উঠে আসবে। আপনি প্রথমে দেখলে বিশ্বাস করতে পারবেন না এটা কোনও লেক। ঈশ্বরের সৃষ্ট এই লেকের ( Lake Baikal ) জল একেবারে কাচের মত স্বচ্ছ। জলের নীচের প্রতিটি স্তর আপনি স্পষ্টভাবে দেখতে পাবেন। ভ্রমণ ও রোমাঞ্চপ্রেমী মানুষের কাছে এটি সর্বোত্তম জায়গা।

আরও পড়ুন………আজও এই অদ্ভুদ সৌন্দর্যের ব্যাখা কেউ দিতে পারেনি, জেনে নিন পৃথিবীর অদ্ভুদ পাঁচটি জায়গার নাম

২। স্পটেড লেক, কানাডা

Five strangely beautiful places
Five strangely beautiful places

আপনি কল্পনায় বিশ্বাস করেন? যদি বলেন না তাহলে এই লেক দেখলে আপনি আজ থেকে এটা মানতে শুরু করবেন কল্পনাও বাস্তবে রূপান্তরিত হয়। এটি এমন একটি লেক ( Spotted Lake ) যে লেক কেবলমাত্র সিনেমার পরিচালক ও স্বপ্নপ্রেমী মানুষদের কল্পনাতেই আসে। ব্রিটিশ কলম্বিয়ায় অবস্থিত এই লেক দেখতে হাজার হাজার মানুষের ভিড় হয়। এই লেকের বৈচিত্র্যময় বিষয়টি হল লেকটির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন রকম স্পট।

৩। দ্য ডার্ক হেজ, আইয়ারল্যান্ড

five strangely beautiful places
Five strangely beautiful places

যদি কখনও মনে আপনি জীবন্ত গাছ দেখেননি তাহলে একবার ঘুরে আসুন পৃথিবীর ভারী অদ্ভুদ ও সুন্দর এই স্থানটিতে। আপনি জানলে অবাক হবেন এখানে ( The Dark Hedges )ভ্রমণ করতে আসা দর্শনার্থীদের মতে, এই জায়গায় মাথা উঁচু করে থাকা বড় বড় গাছগুলো রাতের বেলায় জীবন্ত হয়ে ওঠে। ভারী গা ছমছমে পরিবেশের সৃষ্টি হয় তখন। অনেক রোমাঞ্চপ্রিয় মানুষেরা এখানে আসেন এই ভয়ংকর সৌন্দর্য উপভোগ করতে।

৪। রেড ফ্লুট কেবস, চীন

Five strangely beautiful places
Five strangely beautiful places

চীনে অবস্থিত এই কেবসটি ( Reed Flute Cave ) ১২০০ বছর ধরে মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। আজ থেকে প্রায় ৬ লাখ বছর আগে তৈরি হওয়া এই ভাস্কর্য এতটাই সুন্দর ও আকর্ষণীয় যে আপনি এখানে এলে যাওয়ার ইচ্ছে ছেড়ে দেবেন। চীনের নামকরা পর্যটক স্থানগুলির মধ্যে এটি একটি। প্রতিবছর হাজার হাজার মানুষ এখানে ভিড় করেন এই কেবসের সৌন্দর্য উপভোগ করার জন্য। আপনিও ঘুরে আসুন প্রিয় মানুষটির সাথে পৃথিবীর সুন্দরতম এই স্থানটি।

আরও পড়ুন……………নিয়ম না মানলে বাতিল হতে পারে স্কুলের অনুমোদন, জানালো সংসদ

৫। দ্য টানেল অফ লাভ, ইউক্রেন

Five strangely beautiful places
Five strangely beautiful places

পৃথিবীর সবথেকে আকর্ষণীয় টানেলের ( Tunnel of Love ) মধ্যে একটি হল ইউক্রেনে অবস্থিত দ্য টানেল অফ লাভ। এটি এতটাই সুন্দর ও মনোরম যে কোনও মানুষই নিজেকে এর সৌন্দর্য দর্শন থেকে আটকাতে পারেন না। এই স্থানটির সবথেকে আকর্ষণীয় যে বিষয়টি তা হল টানেলের ভেতর ও বাহির সবুজে ঘেরা যা দেখলে থমকে যাবে আপনার চোখ। আপনার কাছে থাকা সৌন্দর্যের সংজ্ঞাও কম পড়বে এই স্থানটির বর্ণনা দিতে গিয়ে।




Leave a Reply

Back to top button