ভারতবর্ষের এই মন্দিরে ১২ বছরে একবার হয় বজ্রপাত! প্রকৃতি নাকি দেবতার খেলা? জানুন অবাক বিস্ময় কাহিনী

বারো বছরে একবার ভয়ানক বজ্রপাত...হিমাচল প্রদেশের এই মন্দির যেন অপার বিস্ময়

পূর্বাশা, হুগলি: প্রবল তোড়ে নামা বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ চমকাতে দেখা কোনোও আশ্চর্যের বিষয় নয়। কিন্তু এক, দুই বছর নয় একটানা ১২ বছরে একবার বজ্রপাত হয় যেখানে সেই স্থান কী অবাক বিস্ময় নয়? শুনতে অবাক লাগলেও ভারতবর্ষের মধ্যেই রয়েছে এমন এক বিস্ময়কর স্থান। হিমাচল প্রদেশের কুলুর ব্যাস ও পার্বতী নদীর সঙ্গমস্থলে অবস্থিত এই স্থান।

India,Himachal Pradesh,Tourism,Religion,Spiritual

স্থানীয় সূত্রে জানা যায়, এই আশ্চর্য মন্দিরে বারো বছরে একবার হয় ভয়ঙ্কর বজ্রপাত। আর সেই বজ্রপাতে দুভাগ হয়ে যায় শিবলিঙ্গ। মহাদেবের ক্ষত সারিয়ে তোলার জন্য দিনে বেশ কয়েকবার মাখনের প্রলেপ লাগিয়ে দেন মন্দিরের পূজারি। পূরাণ ও বিস্ময়ের অপরূপ গাঁথা লেখে হিমাচল প্রদেশের এই মন্দির।

India,Himachal Pradesh,Tourism,Religion,Spiritual

জানা যায়, অসুর কুলান্তকে বধের পর মহাদেব দেবরাজ ইন্দ্রের কাছে আবেদন করেন বারো বছর অন্তর বজ্রপাত ঘটানোর। আর ওই অঞ্চলের মানুষের যাতে কোনও ক্ষতি না হয় তার জন্য মন্দিরের উপরে হয় বজ্রপাত। আর সেই পূরাণের কাহিনী এখনও ঘটতে দেখা যায় ভারতবর্ষের এই বিস্ময় স্থানে।




Leave a Reply

Back to top button