পৃথিবীর এই পাঁচটি জায়গার নাম জানলে আপনিও চমকে যাবেন, দেখে নিন ছবি

অনীশ দে, কলকাতা: বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সাথে সাথে মানবসভ্যতার বিকাশ ঘটছে প্রতিনিয়ত। আমাদের প্রতিদিনের জীবনে বিজ্ঞানের গুরুত্ব  অনস্বীকার্য। কিন্তু পৃথিবীতে এমনও কিছু জায়গা রয়েছে যা দেখলে কেউই বিজ্ঞানের যুক্তি মানতে চাইবেন না(Top 5 Mysterious Places)। বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে এমন বেশ কিছু জায়গা। আসুন জেনে নিই এমন ৫টি জায়গার নাম যেখানে প্রকৃতি অনবরত যুক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে চলেছে –

১)শানায় টিম্পিশকা (Shanay Timpishka)- আমরা সবাই জানি ‘জলই জিবন’। কিন্তু এই নদীতে কোনো প্রাণীর চিন্হমাত্র নেই। এর কারণ হচ্ছে এই নদীতে কোনো প্রাণী বা পোকামাকড়ের বেছে থাকা সম্ভব নয়। কারন এই নদীর জল ফুটন্ত(Top 5 Mysterious Places)। ৬০ কিমি দীর্ঘ এই নদীর জল সবসময় ফুটেই চলেছে। এই নদীর জলের উষ্ণতা প্রায় ১০০° সেলসিয়াস। নানান বিজ্ঞানী ও গবেষকরা বলেন এই নদীর কাছে কোথাও আগ্নেয়গিরি আছে তাই জন্যই নদীর জল ফুটন্ত(Top 5 Mysterious Places)। কিন্তু এই নদীর কাছে যে আগ্নেয়গিরি রয়েছে তা এটি থেকে প্রায় ৭০০ কিমি দূরে।

untitled(1) (1)

২)নর্থ আমেরিকার এক গোপন আস্তানা: নর্থ আমেরিকার এক বিশেষ সমুদ্রের পার রয়েছে যেখানে শয়ে শয়ে মাছ এসে আছড়ে পড়ে বালিয়াড়িতে(Top 5 Mysterious Places)। সমুদ্রের ঢেউয়ের সাথে এই মাছগুলো পাড়ে চলে আসে কিন্তু তারপর আর ফিরে যেতে পারে না। যার জেরে পাড়ে থাকা ছিল শকুনদের খাদ্যে পরিণত হয় এই মাছের ঝাঁক(Top 5 Mysterious Places)। বিজ্ঞানীরা জানিয়েছেন এই মাছের প্রজাতি প্রায় প্রতি সপ্তাহে একটি করে ডিম পাড়ে যা সূর্যের আলোর সাহায্যে ফোটে। সেই জন্যই মাছগুলো পারে চলে আসে বলে মনে করেন সামুদ্রিক প্রাণী বিশেষজ্ঞরা(Top 5 Mysterious Places)।

north america

৩)রক্ত বৃষ্টি(The Blood Rain)- ভারতের কেরালা রাজ্যে প্রথম এমন বৃষ্টি দেখা যায়। এটি দেখলে মনে হবে আকাশ থেকে যেনো রক্ত ঝরে পড়ছে। প্রথম এইরকম বৃষ্টি লক্ষ্য করা হয় ১৯৮৬ সালে(Top 5 Mysterious Places)। কিন্তু অনুন্নত প্রযুক্তির দরুন তখন এই রহস্যভেদ করতে অক্ষম হন বিজ্ঞানীরা। পরবর্তীকালে আবার ২০০১ সালে এই রক্ত বৃষ্টি হয়, এরপর বিজ্ঞানীরা দাবি করেন এই অঞ্চলের বাতাসে একরকম শ্যাওলা ভেসে বেড়ায়। বৃষ্টির জলের সাথে সেই শ্যাওলা মিশেই এরকম রং তৈরি হচ্ছে বলে জানান বিজ্ঞানীরা।

the blood rain

৪)মাড ভলকানো(Mud Volcano)- আগ্নেয়গিরি আমরা অনেকরকম দেখেছি কিন্তু পৃথিবীতে এমনও কিছু আগ্নেয়গিরি রয়েছে যা শুধু কাঁদা ও গ্যাস নির্গত করে(Top 5 Mysterious Places)। ভারতবর্ষের আন্দামান দ্বীপপুঞ্জে এমন আগ্নেয়গিরি দেখা যায়।

mud volcano

৫) রিঙ্গিং রকস( Ringing Rocks)- পেনসিলভানিয়ার পাহাড়ের চূড়ায় একটি জায়গা রয়েছে যেখানে এক বিশেষ পাথর রয়েছে। সে দেশের কেউ জানে না যে পাথর গুলি সেখানে কিভাবে এলো ত কেউ জানে না(Top 5 Mysterious Places)। এই পথরগুলিতে আঘাত করলেই সুরেলা শব্দ প্রতিধ্বনিত হয়।

ringing rocks

আরও পড়ুন: “পুষ্কর নাথ পণ্ডিত যেনো আমারই বাবা”- অনুপমের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া




Leave a Reply

Back to top button