সংসারের নিত্য সমস্যার এক নিমেষে সমাধান চান? তাহলে চলতি বর্ষায় বাড়িতে আনুন এই ফুলের গাছ

বাড়িতে জবাফুলের গাছ থাকা অত্যন্ত শুভ। বাস্তুশাস্ত্র বলে, এতে বাধা-বিপত্তি কেটে সুখের হয় সংসার

পূর্বাশা, হুগলি: জীবন এক প্রবহমান নদীর মতো। দৈনন্দিন জীবনে তাই হরেক সমস্যার সম্মুখীন হন মানুষ। কখনও আর্থিক সমস্যা তো কখনও সাংসারিক। তবে সমস্যা যেমন আছে, তার সমাধানের উপায়ও রয়েছে। বাস্তুশাস্ত্র মেনে চললে এমন অনেক সমস্যার দ্রুত সমাধান সম্ভব। আজকে আপনাদের জন্য রইল তেমনই এক সমাধানের ইতিবৃত্ত।

Vastu,Vastu Shastra,Hibiscus flower,Spiritual,Spirituality,Life tips,Lifestyle

বাড়িতে গাছ লাগাতে ভালোবাসেন অনেকেই। কিন্তু কোন গাছের কী উপকারিতা তা অনেক সময়েই জানা থাকেনা। ফুল ও ফলের পাশাপাশি এমন বেশ কিছু গাছ রয়েছে যে গাছ সাংসারিক যাবতীয় সমস্যার সমাধান করে। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে, রক্তজবার গাছ হতে পারে তেমনই এক টোটকা। এই ফুলের গাছ যেমন আর্থিক সমস্যা দূর করে তেমনই সাংসারিক বাধা-বিপত্তিও কাটায়। বাস্তুশাস্ত্রে আছে, বাড়িতে জবা ফুলের গাছ থাকা অত্যন্ত শুভ। লাল জবা ফুল যেমন মা কালীর পছন্দের ফুল তেমনই মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয় এই ফুল।

Vastu,Vastu Shastra,Hibiscus flower,Spiritual,Spirituality,Life tips,Lifestyle

লাল জবা ফুলের গাছ বাড়িতে থাকলে মা লক্ষ্মী ও মা কালীর আশীর্বাদ পাওয়া যায়। ভগবান প্রসন্ন হলে অভাব-অনটন দূরে থাকে। এছাড়া জানা যায়,
লাল জবাফুলের গাছ বাড়িতে থাকলে গোষ্ঠীতে সূর্য শক্তিশালী হয়। বাস্তু নিয়মে বলা আছে, বাড়ির দক্ষিণ দিকে জবাফুলের গাছ লাগালে তা অনেক মঙ্গলকে দৃঢ় করে। জবাফুলের গাছ বাড়িতে থাকলে নেগেটিভ এনার্জি থেকে সংসার দূরে থাকে। পরিবারে থাকে সুখ-স্বাচ্ছন্দ্য। তাই দেরি না করে এ বর্ষায় বাড়িতে পুঁতে ফেলুন লাল জবা ফুলের গাছ।




Leave a Reply

Back to top button