স্বপ্নে ‘মাংস খাওয়া’ দেখেছেন? জানেন এটি কিসের ইঙ্গিত?
মাংস খাওয়ার স্বপ্ন ভালো ও খারাপ উভয় ফল দিতে পারে আপনার জীবনে, কোনটার কী অর্থ? জেনে নিন

পূর্বাশা, হুগলি: আমাদের অবচেতন মনে ঘটতে থাকা ক্রিয়ার রূপ হল স্বপ্ন। এমনটাই মত বিজ্ঞানীদের। কিন্তু সবসময় কী আমরা যা দেখি তা অবচেতন মনের ভাবনা? অনেক সময় তো এমনও হয় যে এমন কিছু স্বপ্ন আমরা দেখি যার আক্ষরিক অর্থ খুঁজে পাইনা। স্বপ্নশাস্ত্র বলে, সমস্ত স্বপ্নের নিজস্ব অর্থ রয়েছে। যেমন ধরুন, আপনি যদি মাংস খাওয়ার স্বপ্ন দ্যাখেন তবে তারও মানে রয়েছে। কী সেই মানে? আসুন জেনে নিই।
স্বপ্নশাস্ত্রের ব্যাখ্যা বলে, আপনি যদি কোনোদিন স্বপ্ন দ্যাখেন যে রান্না করা মাংস তারিয়ে তারিয়ে খাচ্ছেন, তবে তার অর্থ হল আপনার জীবনে আসছে সুখের দিন। আর্থিক সমস্যা দূর করে কর্মজীবনে উন্নতি করবেন আপনি। তবে আপনি যদি দ্যাখেন যে স্বপ্নে আসছে কাঁচা মাংস, তবে তা মোটেই সুবিধার নয়। এর অর্থ আগত কোনোও দুর্ঘটনার ইঙ্গিত। আবার যদি দ্যাখেন পচা মাংসের স্বপ্ন, তবে তার অর্থ অতীতের অশুভ ছায়া পড়তে চলেছে আপনার জীবনে।
স্বপ্নে যদি আসে পরিবারের একসঙ্গে বসে মাংস খাওয়ার স্বপ্ন, তবে তা বেশ শুভ। এর অর্থ আপনার
হাতে আসবে অর্থ। আর মাংস কাটার স্বপ্ন দেখলে জানবেন সম্পত্তি বা প্রিয় জনকে ভাগ করার পরিস্থিতি আসবে আপনার জীবনে। প্রসঙ্গত, স্বপ্নের এই ব্যাখ্যাগুলির অর্থ গভীরভাবে বিবেচনা করা হয়নি। তাছাড়া বৈজ্ঞানিক ভিত্তি নেই। স্বপ্ন শাস্ত্রের ব্যাখ্যাগুলি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।