বছরের এই চারদিন রুটি খাওয়া উচিত নয়! জেনে নিন কী কারণ বলা হয়েছে হিন্দুশাস্ত্রে…
বছরের নির্দিষ্ট কয়েকটি দিন রুটি খাওয়া নিষিদ্ধ! জেনে নিন কেন

পূর্বাশা, হুগলি: ভারতবর্ষের মানুষ ভাত ও রুটি উভয়কেই প্রধান খাদ্য হিসেবে গ্রহণ করে। তবে আমাদের রাজ্যে ভাত খাওয়ার চল বেশি। কিন্তু অনেকেই আছেন যাঁদের দিনে একবার করে হলেও রুটি লাগে। এই অভ্যাস অবশ্যই স্বাস্থ্যসম্মত। কিন্তু আপনি কি জানেন বছরের চারটি দিন আছে যেদিন রুটি বানানো মোটেই উচিত নয়। এইদিন রুটি জাতীয় জিনিস বানালে রুষ্ট হন দেবী লক্ষ্মী ও অন্নপূর্ণা। আসুন জেনে নিই ওই চারদিন ঠিক কবে কবে।
১) শারদ পূর্ণিমা
হিন্দুশাস্ত্রে বলা হয়েছে, শারদ পূর্ণিমার দিন দেবী লক্ষ্মীর আগমণ ঘটে। এইদিন চাঁদের আলো থেকে
অমৃত নির্গত হয়। তাই সংশ্লিষ্ট দিনে আটা বা ময়দা
তৈরি খাবার মোটেই রান্না করা উচিত নয়।
২) দীপাবলি
ভারতবর্ষের আলোর উৎসবের নাম দীপাবলি। এই দিন সারা ভারত জুড়ে আলোয় সাজানো হয়। এই দিন মর্ত্যে পূজিত হন দেবী মহালক্ষ্মী। তাই মনে করা হয়, দীপাবলির দিন রুটি জাতীয় খাবার রান্না
করলে ক্রুদ্ধ হতে পারেন দেবী।
৩) নাগপঞ্চমী
হিন্দুশাস্ত্রে বলা হয়েছে, নাগপঞ্চমীর দিন তাওয়া বা কড়াই ব্যবহার করা মোটেই উচিত নয়। তাই ওইদিন রুটি, ময়দার খাওয়ার থেকে বিরত থাকুন।
৪) শীতলা অষ্টমী
শীতলা অষ্টমীর দিন দেবী শীতলার আরাধনা করা হয়। এদিন দেবীকে যত্ন সহকারে ভোগ সাজিয়ে দেন ভক্তেরা। তারপর সেই ভোগ প্রসাদ হিসেবে গ্রহণ করা হয়। তাই উক্ত দিনে রুটি জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত নয়।