১) ইতিহাস গড়ার পথে রওনা দিয়েছে ভারত। কিছুদিন আগেই চাঁদের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে ভারতের মহাকাশযান ‘চন্দ্রযান-৩’।
1/5
২) চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে সে। আর কিছুদিনের মধ্যেই অপেক্ষার অবসান ঘটবে ভারতবাসীর।
2/5
৩) এর আগে ‘চন্দ্রযান-২’ এর শেষ মুহুর্তে তছনছ হয়ে যাওয়ার স্মৃতি এখনও মনে দাগ কেটে রয়েছে। তাই এবার যাতে আর অঘটন না ঘটে তার জন্য পুজোপাঠের আয়োজন করে প্রার্থনা করছেন দেশবাসী।
3/5
৪) ভারতীয় মহাকাশযানের সাফল্য কামনায় কলকাতা থেকে বারাণসী বিভিন্ন প্রান্তে চলছে যাগযজ্ঞ ও পুজো। মঙ্গলবার বারাণসীর কামাক্ষা মন্দিরে হোমের আয়োজন করা হয়।
4/5
৫) মুম্বাইতে বিশেষ হোমের আয়োজন করেন শিবসেনা নেতা আনন্দ দুবে। এখন দেশজুড়ে ভারতবাসীর প্রার্থনা সফল হোক ‘চন্দ্রযান-৩’। খুশির খবর শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেশবাসী।