পৃথিবীতে রয়েছে এমন এক রহস্যময় বই যা পড়লে মৃত্যু ঘটতে পারে মানুষের!

ভারতবর্ষে নিষিদ্ধ করা হয়েছে 'Nilavanti Granth'। জানা যায়, এই বইতে রয়েছে এমন কিছু যা মানুষকে উন্মাদ করে দিতে পারে।

পূর্বাশা, হুগলি: বই মানুষের প্রিয় বন্ধু। সময়, অসময় হাতে বই থাকলে আর কিছুই চাইনা। কিন্তু জানেন কী পৃথিবীতে এমন এক বই রয়েছে যা পড়লে মানুষ উন্মাদ হওয়া থেকে তাঁর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। জানা যায় এই বইয়ের নাম ‘নীলাবন্তী গ্রন্থ’। ভারতে নিষিদ্ধ করা হয়েছে এই বই। কী রয়েছে এতে? কী এমন লেখা রয়েছে যার জন্য এত বিপদ লুকিয়ে রয়েছে এর পাতায় পাতায়?আসুন জেনে নিই তার রহস্য।

Book,Mysterious book,banned book in india,Neelavanti Granth

নানা ধরনের রিপোর্ট থেকে জানা যায়, নীলাবন্তী গ্রন্থ হল এমন এক গ্রন্থ যা মানুষ দ্বারা লিখিত নয়। লোকে বলে, এই বই লিখেছে এক রাক্ষসী। তাই এই বইয়ের পাতায় পাতায় লুকিয়ে রয়েছে বিপদ। কেউ কেউ বলেন, এই গ্রন্থ হিন্দু ধর্মের এক প্রাচীন গ্রন্থ। আবার অনেকের মতে এই গ্রন্থের সঙ্গে হিন্দু ধর্মের কোনোও যোগ নেই। তবে এই বই এতটাই রহস্যজনক যে এই বই পুরো পড়লে হয় মানুষের মৃত্যু ঘটে নয়তো সে ধনী হয়ে যায়। তবে ধনাত্মক প্রভাবের চাইতে এর ঋণাত্মক প্রভাবই বেশি।

Book,Mysterious book,banned book in india,Neelavanti Granth

আবার এরকমও শোনা যায়, এই গ্রন্থ অর্ধেক পড়ে বন্ধ করে দিলে তাতেও বাড়ে বিপদ। এক্ষেত্রে মানুষ উন্মাদ হয়ে যায়। ‘নীলাবন্তী গ্রন্থে’ এহেন বিপদ ওত পেতে থাকায় ভারত সরকার কর্তৃক এই বইকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। নাগরিকদের সতর্ক করা হয়, তাঁরা যেন এই বই পড়া থেকে বিরত থাকেন।




Leave a Reply

Back to top button