বিবাহ বিচ্ছেদের পর প্রেমিকের সাথে বিয়ে! উদ্যোক্তা প্রাক্তন স্বামী নিজেই, আবেগে ভাসছে নেটদুনিয়া

প্রত্যুষা সরকার, কলকাতা: বিয়ে মানে দুটি ভিন্ন মানুষের মনের মিলন। কেউ তাঁর পছ-ন্দের মানুষটিকে ভালোবেসে বিয়ে করে। আবার কারও বিয়ের পর স্বামী বা স্ত্রী হয়ে ওঠে তাঁদের ভালবাসার মানুষ। তবে কখনও কখনও বিয়ে হলেও মনের মিলন হয় না স্বামী-স্ত্রীর। যার ফলে নষ্ট হয়ে যায় একটি সম্পর্ক। বর্তমানে সমাজে মনের মিলন না হওয়াই ডিভোর্সের পরিমান দিন দিন বেড়েই চলেছে। বিয়ের পর বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পরার কথাও শোনা। তবে ডিভোর্সের পর স্ত্রীকে তাঁর প্রেমিকের সাথে বিয়ে দেওয়ার ঘটনা খুব কমই শোনা যায় ( Helps wife to marry boyfriend )।

কয়েক বছর আগে এরকমই এক ঘটনা শোনা যায় ভারতের লখনৌয়ে। আবারও একবার এই ঘটনা ঘটতে দেখা গেল পশ্চিম্বঙ্গে। বিয়ের পর কেটে গেছে ১২ বছর। তারপরও স্ত্রীর সঙ্গে বনিবনা হয়নি ওই যুবকের। এর মাঝে স্ত্রীর কিছু পরিবর্তন লক্ষ্য করেন ওই যুবক। বুঝতে পারেন স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন ( Helps wife to marry boyfriend )। শেষ পর্যন্ত বিবাহবিচ্ছেদের পর স্ত্রীকে তাঁর প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন যুবক। সম্প্রতি আলিপুরদুয়ারের ফালাকাটায় ঘটেছে এই ঘটনা।

img 20220624 123815

পারিবারিক মতেই ২০০৯ সালে বিয়ে হয়েছিল ফালাকাটার এক তরুণ এবং তরুণীর। অভিযোগ বিয়ের পর থেকেই বনিবনা হচ্ছিল না তাঁদের মধ্যে। বিয়ের প্রায় অনেক বছর কেটে গেলেও অশান্তি মেটেনি তাঁদের সংসারে। এর মাঝেই বছর খানেক ধরে ওই তরুণী বন্ধ করে দেয় শাঁখা-সিঁদুর পরা। দিনের বেশির ভাগ সময় তিনি ব্যস্ত থাকতেন তাঁর ফোনে। এরপর বিষয়টি তাঁর স্বামীর নজরে আসে। তিনি জানতে পারেন তাঁর স্ত্রী জড়িয়ে পড়েছেন এক বিবাহবহির্ভূত সম্পর্কে ( Helps wife to marry boyfriend )। এর পর সংসারে শুরু হয় নতুন অশান্তি।

img 20220624 123025

সম্প্রতি, তরুণীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় যুবকের। এর পর আবারও বিয়ের পিঁড়িতে বসেন ওই তরুণী। তবে এবার বিয়ের আয়োজন করা হয় তাঁর প্রেমিকের সঙ্গে ( Helps wife to marry boyfriend )। আর এই অনুষ্ঠানের পুরো উদ্যোক্তা ছিলেন তরুণীর প্রাক্তন স্বামী নিজেই। জানা গেছে কোচবিহারের তুফানগঞ্জ শহরের এক যুবকের সঙ্গে বিয়ের পর প্রেমের সম্পর্কে জড়িয়ে পরেন ওই তরুণী। গত সোমবার রাতে প্রেমিকের সঙ্গে ওই তরুণীর বিয়ের আয়োজন করা হয়। তরুণীর প্রথম পক্ষের স্বামী নিজে দাঁড়িয়ে থেকে তাঁর প্রাক্তন স্ত্রীর বিয়ের সব ব্যবস্থা করেন। এরপর রেজিস্ট্রির মাধ্যমে জীবনের নতুন পর্ব শুরু করেছেন ওই তরুণী এবং তাঁর প্রেমিক।




Leave a Reply

Back to top button