Bollywood News : পর্নোগ্রাফি মামলায় জেল খেটেছে স্বামী, একসময় রাজকে বিয়েতেই আপত্তি ছিল শিল্পার!

বলিউড ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty) ও তার স্বামী রাজ কুন্দ্রাকে (Raj Kundra) ঘিরে চলছে নিত্য নতুন সমালোচনা। বিগত ২ মাস আগে শিল্পার স্বামী রাজ্ কুন্দ্রা পর্নোগ্রাফি মামলায় জড়িয়ে পড়েন। পর্ণ ভিডিও শুটিংয়ের অভিযোগের ভিত্তিতে তাকে ২০২১ এর ১৯ শে জুলাই গ্রেফতার করা হয়। রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পর থেকে শিল্পকেও নানান প্রশ্নের মুখে পড়তে হয়েছে বারংবার। অনেক কটূক্তি, কুরুচিকর মন্তব্য তাকে সহ্য করতে হয়েছে( Bollywood News )।তবে দীর্ঘ অপেক্ষার পর শেষমেশ জেল থেকে মুক্তি পেয়ে যান রাজ কুন্দ্রা। ২০ই সেপ্টেম্বর জেল থেকে জামিন পেয়ে বাইরে আসেন তিনি। তবে জানা গেছে, ব্রিটিশ নাগরিকত্ব থাকার কারণেই রাজের আইনজীবী হাইকোর্টে জামিনের আপিল করেছিলেন। আর তিনি এই কথাও বলেছেন শুধু অনুমানের ভিত্তিতে এভাবে কাউকে গ্রেফতার করা যায় না। এই মর্মেই রাজের অন্তর্বর্তী জামিনের নির্দেশ দিয়েছে কোর্ট। তবে এর জন্য ৫০,০০০ টাকা জরিমানার দিতে হয়েছে রাজ কুন্দ্রাকে।
শিল্পা রাজের প্রথম স্ত্রী নন
স্বামী রাজ কুন্দ্রার পর্ণ ভিডিও তৈরী করে জেলে যাওয়ার কারণে ব্যাপক ক্ষতি হয়েছে অভিনেত্রী শিল্পা শেট্টির কোরিয়ারে। একথা অভিনেত্রী নিজের মুখেই স্বীকার করেছেন, এমনকি রাজের জন্য গোটা পরিবারের মাথা হেট হয়ে গেছে সেটাও জানিয়েছেন তিনি। তবে এই সবের মাঝে অনেক পুরোনো তথ্যও বেরিয়ে আসতে শুরু করেছে। জানা যাচ্ছে শিল্পা রাজের প্রথম স্ত্রী নন। এর আগেও বিয়ে করেছিএখন রাজ, প্রথম স্ত্রীর নাম ছিল কবিতা।
২০০৯ সালের শিল্পার সাথে বিয়ে হয় রাজ কুন্দ্রার
প্রথম স্ত্রীর সাথে ঝগড়ার কারণে ডিভোর্স হয়ে গিয়েছিল রাজের। এরপর ২০০৯ সালের শিল্পার সাথে বিয়ে হয় রাজ কুন্দ্রার। এরপর থেকেই দম্পতি হিসাবে রয়েছেন রাজ ও শিল্পা। কিন্তু জানেন কি রাজকে প্রথমেই বিয়ে করতে চাননি শিল্পা। এর পিছনে ছিল একটা ভয়। ভয় ছিল কেরিয়ার শেষ হয়ে যাবার। কারণ অনেক অল্প বয়সেই বলিউডের কেরিয়ার শুরু করেছিলেন শিল্পা। আর ৩২ বছর বয়সেই রাজের সাথে বিয়ে সারেন। কিন্তু সেই সময় মনে একটা ভয় ছিল যে বিয়ে মানেই সংসারী হয়ে যাওয়া। যার প্রভাব পড়বে শিল্পার কাজে।
সম্পর্ক আজ বিচ্ছেদের মুখে
এছাড়াও বিয়ের পর মা হওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আর মা হয়ে গেলে বাড়িতে সন্তানের দেখাশোনা সামলে কাজ করাটা অনেকটাই কঠিন হয়ে পর্বে যে কারণে বিয়ে নিয়ে বেশ চিন্তিত ছিলেন শিল্পা। তাছাড়া রাজ লন্ডনেই বড় হয়েছিল তাই চেয়েছিলেন শিল্পাকে নিয়ে লন্ডন চলে যেতে। কিন্তু এক্ষেত্রে একেবারেই মত ছিল না শিল্পার। তবে এতকিছু সত্ত্বেও বিয়ের সম্পর্কটা বেশ ভালোই চলছিল। কিন্তু পর্ণ মামলায় নাম জড়ানোর পর সেই সম্পর্কই আজ বিচ্ছেদের মুখে দাঁড়িয়ে রয়েছে।