Bollywood News : স্ত্রী টুইঙ্কেল নয়, রাবিনা টন্ডনের প্রেমে হাবুডুবু খেতেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার

বিনোদন জগতে কান পাতলেই প্রেম-ভালোবাসা, বিচ্ছেদ, বিবাহ, গোপন সম্পর্কের খবর বাতাসে ভাসতে থাকে। এসবের কারণে বেশির ভাগ সেলিব্রিটিরাই চর্চার শিরোনামে থাকেন। তাদের প্রদত্ত নরম গরম গসিপ দর্শকের বিনোদনের অন্যতম উপায়। বলিউড, টলিউডের বড়ো বড়ো অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে খুব কম এমন সেলেব আছেন যারা চর্চার শিরোনামে প্রায় থাকেননা বললেই চলে( Bollywood News )। তবে বলিউড এর শাহরুখ, সালমানের মত অক্ষয় কুমারের (Akshay Kumar) নামটাও এই চর্চার তালিকায় নানান কারণে লক্ষ্য করা যায়।

Bollywood News

অক্ষয় তার ক্যারিয়ার শুরু করেন ১৯৯১ সালে

অক্ষয় হলেন বলিউডের অ্যাকশন হিরো। যদিও তিনি একসাথে বেশ কয়েকটি কমেডি সিনেমাতেও অভিনয় করেছেন। অ্যাকশন হোক বা কমেডি অভিনয়ে অক্ষয়ের জুড়ি মেলা ভার। তিনি একজন অসাধারণ অভিনেতা। অক্ষয় তার ক্যারিয়ার শুরু করেন ১৯৯১ সালে ক্যামিও রোল প্লের মধ্যে দিয়ে। ছবিটি ছিল ‘আজ (Aaj)’। এই ছবিতে অক্ষয়কে একজন ক্যারাটে শিক্ষকের ভূমিকায় দেখা গিয়েছিলো। অক্ষয় একজন সফল অভিনেতা। তিনি এখনো নানান সুন্দর সুন্দর চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করে চলেছেন। তিনি অনেকগুলি ছবি দর্শককে উপহার দিয়েছেন। যেমন, মে খিলাড়ি তু আনাড়ি(Main khiladi tu Anari), মোহরা (Mohra), ড্যান্সার(Dancer), খিলাড়ি (খিলাড়ি) ইত্যাদি আরও অসংখ্য সিনেমা আছে। অক্ষয় কুমারের স্ত্রী হলেন বলিউড এর অন্যতম সুন্দরী অভিনেত্রী ‘টুইঙ্কল খান্না (Twinkle Khanna)’ তাদের দুটি সন্তান আছে। একটি ছেলে ও একটি মেয়ে। ছেলের নাম আরাভ (Aarav) এবং মেয়ের নাম নিতারা (Nitara)। অক্ষয় কুমারের ছেলেও বর্তমানে একজন অভিনেতা।

বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী রাভীনা ট্যান্ডন

অক্ষয় একটি সাক্ষাৎকারে নিজের জীবনের প্রথম ভালোবাসার কথা বলেছিলেন। যার সাথে অক্ষয়ের বিয়েও স্থির হয়ে গিয়েছিলো। কিন্তু কোনো কারণবশত সেই সম্পর্ক বিয়ের মণ্ডপ পর্যন্ত গড়াতে পারেনি। যদিও সেই বিষয় নিয়ে অক্ষয় কিছুই পরিষ্কার করে বলেননি। তবে তার কথায় স্পষ্ট ছিল তিনি বেশ সিরিয়াস ছিলেন তাদের সম্পর্কটা নিয়ে। অক্ষয় যাকে প্রথম বিবাহ করতে চলেছিলেন তিনি আর কেউ নয় তিনি বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী রাভীনা ট্যান্ডন (Raveena Tandon)। রাভীনার সাথে অভিনেতার বাগদান অনুষ্ঠানও সম্পন্ন হয়েছিল একথা নিজেই এক সাক্ষাৎকারের সময় অভিনেতা প্রকাশ করেছিলেন।

অজ্ঞাত কারণবশত বিয়ে ভেঙে যায় অক্ষয়ের

তবে রাভীনার সাথে কোনো অজ্ঞাত কারণবশত বিয়ে ভেঙে গেলেও অভিনেতা জানিয়েছেন তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক একই রকম রয়েছে। অন্য কোনো সম্পর্কের কোনো খারাপ প্রভাব তাদের বন্ধুত্ব নষ্ট করেনি। এক সময় বলিউড অক্ষয় ও রাভীনার জুটি দর্শকের কাছে বেশ জনপ্রিয়ও ছিল। দর্শকের ভালোবাসাকে পাথেয় করে বিচ্ছেদের পরেও তারা একসাথে ছবিতে কাজ করেছিলেন। তাদের সেই হিট জনপ্রিয় জুটি একের পর এক চলচিত্রে অভিনয় করে দর্শকের মনের গভীরে পৌঁছে গিয়েছেন।

আরও পড়ুন : Healthy Skin Care : কেমিক্যাল বা ক্রিম নয়, ত্বকের যত্নে ম্যাজিকের মত কাজ করে নিমপাতা




Leave a Reply

Back to top button