শারীরিক থেকে মানসিক সব সুখই দেবে! ব্যাচেলারদের দুঃখ ঘোচাতে ‘রোবট বউ’ নিয়ে এল চিন

মন্টি শীল, কলকাতা : সাধারণত প্রতিটা ঘরে ঘরে ‘ব্যাচেলর যুবকদের’ নিয়ে এক নিত্যদিনের সমস্যা লক্ষ্য করা যায়। আর সেটা হল নিজের পছন্দসই জীবন সঙ্গীকে বেছে নেওয়া। কিছু কিছু ক্ষেত্রে ব্যাচেলর যুবকরা তাদের নিজের পছন্দ মতো জীবন সঙ্গীকে বেছে নিতে পারলেও। বেশীর ভাগ জনই এই জীবন সঙ্গী নির্বাচনে ব্যর্থ হন। যার জেরে পারিবারিক ক্ষেত্রে নিত্য দিনের বিবাদ লেগেই রয়েছে। বাড়ির বড়দের মতানুসারে, কর্মক্ষেত্র সুনির্দিষ্ট হওয়ার পর একজন ব্যাচেলর যুবককের জীবনে একজন সঠিক জীবন সঙ্গীর থাকাটা আবশ্যিক।

যার জেরে স্বাভাবিক ভাবেই একজন যুবকের কর্মজীবনের সঙ্গে সঙ্গে তার ব্যক্তিগত জীবন নিয়েও মানসিক চাপ সৃষ্টি হতে থাকে। কিন্তু এই সিঙ্গেল অর্থাৎ ব্যাচেলর যুবকদের মানসিক চিন্তা, দুঃখ ঘোচাতে এক নতুন পথের আবিষ্কার করল চিন। কিন্তু কি সেই পথ? জানা গিয়েছে ব্যাচেলর যুবকদের দুঃখ ঘুচিয়ে জীবনকে সুখকর করে তুলতে চিন (China) আবিষ্কার (Invention) করল ‘রোবট বউ’ (Robot wife)-এর। যার সর্বোচ্চ নতুন মডেলের নাম হল ‘এ আই ওয়াইফ’ (Ai wife)।

8c31

যার ইতিমধ্যেই ট্রায়াল সম্পূর্ণ হয়েছে আর রোবট প্রস্তুতকারক সংস্থার তরফে জানানো হয়েছে, ‘এই বিশেষ রোবটটি একজন ব্যাচেলর যুবককের জীবনে থাকা সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সহায়তা করবে। শুধু তাই নয়, এই বিশেষ রোবট আপনার ঘরের সমস্ত কাজ একেবারে নির্ভুল ভাবে করতে সাহায্য করবে। যাকে এককথায় বলতে গেলে বলা যায়, একজন মানুষের অনুরূপ।’ সম্প্রতি সমগ্র চিন দেশ জুড়ে বিজ্ঞানের এই নতুন প্রযুক্তির (Technology) দারুন ভাবে প্রচলন ঘটেছে। বেশীর ভাগ জনই এই নিত্য নতুন রোবটের দিকে পা বাড়িয়েছেন।

8c32

তবে চিনের দ্বারা আবিষ্কৃত এই অভূতপূর্ব সৃষ্টি আসলে একটি ‘সেক্স রোবট’। সম্প্রতি চিনের অবিবাহিত যুবকদের এই রোবট ভীষণ ভাবে ব্যবহার করতে দেখা গিয়েছে। জানা গিয়েছে, এই রোবট বউ আপনার কথা মতো ঘরের সমস্ত কাজ একেবারে নির্ভুল ভাবে করবে। এমনকি এই অভূতপূর্ব সৃষ্টি আপনার সঙ্গে কথা বলবে, হাসবে, আপনাকে স্পর্শও করবে। ইতিমধ্যেই চিনের এই আবিষ্কারের কথা সমগ্র বিশ্ব বাজারে ছড়িয়ে পড়েছে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে এর চাহিদাও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তবে নেট দুনিয়াতে এই খবর সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।




Leave a Reply

Back to top button