আইনস্টাইনের মত বুদ্ধি চান এক চীনা সংস্থা এবার বিক্রি করছে ‘আইনস্টনস ব্রেন’
সংস্থার কর্তৃপক্ষ দাবি করছে তাদের তৈরি আইনস্টাইনহ ব্রেন কিনলে সেই গ্রাহকেরও বুদ্ধি এই বিজ্ঞানের মত হয়ে যাবে।

শুভঙ্কর, কলকাতা: বিভিন্ন চীনা পন্যের কথা আমরা সকলেই জানি। অল্প দামে তা বিক্রি হওয়ার জন্য বিখ্যাত। ভারত হোক বা বিশ্বের অন্যান্য বাজারে একপ্রকার ছেয়ে গেছে চীনের তৈরি করা বিভিন্ন জিনিসগুলো। দাম কম হওয়ায় সাধারন মানুষের নাগালের মধ্যে থাকে মোবাইল ফোন থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রনিক গেজেটস। এবার এক অভিনব জিনিস নিয়ে হাজির তারা। ভারতের পড়শি দেশের একটি পোর্টাল একটি বিশেষ ক্ষমতা সম্পন্ন প্রোডাক্ট বিক্রি করছে। তারা নাম দিয়েছেন আইনস্টাইনের ব্রেন। আইনস্টাইনস ব্রেন। গ্রাহকরা এটা ব্যবহার করলে তাদের মস্তিষ্কের শক্তি নাকি বৃদ্ধি পাবে এমনটাই দাবি করা হয়েছে ওই সংস্থার পক্ষ থেকে।
বিশ্বের অন্যতম সেরা বিজ্ঞানী ছিলেন আলবার্ট আইনস্টাইন একথা আমরা সকলেই জানি। তার মস্তিষ্কের ক্ষমতা নিয়েও বহু জায়গায় আলোচনা হয়। এবার তার নাম কি কাজে লাগিয়ে বাজারে নেমেছে একটি চীনা সংস্থা। তাদের নাম তাওবাও(Taobao)। সংস্থার কর্তৃপক্ষ দাবি করছে তাদের তৈরি আইনস্টাইনহ ব্রেন কিনলে সেই গ্রাহকেরও বুদ্ধি এই বিজ্ঞানের মত হয়ে যাবে। তবে আসল বিষয় হলো এটা কোন ঔষধ বা ইলেকট্রনিক চিপ নয়। পরিষেবা ভার্চুয়াল মোডে পাবেন দর্শকরা। তা কিনতে হলে ভারতীয় টাকায় ১ থেকে ১২ টাকা পর্যন্ত খরচা করতে হতে পারে। তাই এত কম টাকায় বিজ্ঞানের মত ব্রেন কে না পেতে চাইবে। এখনো পর্যন্ত কুড়ি হাজার এই ভার্চুয়াল পরিষেবা বিক্রি হয়েছে। ওই প্রোডাক্টের বিজ্ঞাপনে দাবি করা হয়েছে, ভার্চুয়াল এই জিনিসটির জন্য টাকা দেওয়ার পর ‘স্মার্ট’ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করা। কেনার পর প্রথম রাতে ঘুমোনোর পরেই বোঝা যাবে, আইনস্টাইনের ব্রেন মাথার ভিতর কাজ করতে শুরু করেছে। এই নিয়ে বিশ্ববাজারে তোলপাড় পড়ে গেছে। অদ্ভুতভাবে অনেক ব্যবহারকারী আ জানিয়েছেন এই জিনিস তাদের সত্যিই কাজে এসেছে। এক ইউজার রিভিউতে লেখেন, “ এটা ব্যবহার করার পর সত্যিই আমার মস্তিষ্কের উন্নতি ঘটেছে যা আমি অনুভব করতে। পরীক্ষা দিতে গিয়ে সব প্রশ্নের উত্তর দিয়ে এসেছি। আমি আমার ক্ষমতার উল্লেখযোগ্য বৃদ্ধি অনুভব করছি”।
চংকিং-এর মনোবিদ চেন জিলিং দাবি করেছেন এই জিনিসের কাজ করা মানুষের বিশ্বাসের ওপর নির্ভর করবে। মানুষের আবেগ নিয়ন্ত্রণ করে আরাম অনুভব করতে সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে এইটা। তিনি বলেন, “এটার দাম বেশি নয়। তবে মানুষের জীবনের আনন্দ আনতে সক্ষম এটা। আমাদের দৌড়ঝাপ জীবনে এই ধরনের জিনিস জীবন সহজ করছে। এইগুলো মানুষের জীবন সহজ করার মাধ্যম হয়ে উঠছে”।