নরেন্দ্রপুরের পুজোয় এবার ‘ওয়ার্ল্ড কাপ’ মায়া! উদ্বোধনে আসতে পারেন বিশ্বকাপজয়ী মহাতারকা

নরেন্দ্রপুরের পুজোর থিমে এবার একটুকরো কাতার! লুসেইল স্টেডিয়ামের আদলে তৈরি করা হচ্ছে পুজো মন্ডপ

পূর্বাশা, হুগলি: ২০২২ সালের কাতার বিশ্বকাপ যাঁরা দেখেছেন তাঁরা জানবেন লুসেইল স্টেডিয়াম-এর মাহাত্ম্য। কাতারের এই সোনার স্টেডিয়ামে স্বপ্ন পূরণ হয়েছে আর্জেন্টাইন মহাতারকা লিয়ো মেসির। রূপকথার মতো বিশ্বকাপ ফাইনালে হাতে ট্রফি উঠেছে নীল-সাদা বাহিনীর। আর সেই সোনালী স্টেডিয়ামকেই এবার পুজোর থিম ভাবছে নরেন্দ্রপুর।

Durga Puja,Puja 2023,Pandle theme,Qatar world Cup 2022,Lusail stadium,Narendrapur

দুর্গাপুজোয় থিমের টক্কর চলে বাংলা জুড়ে। নামি স্থাপত্য থেকে ভাস্কর্য, স্মরণীয় দিন থেকে ঘটনা সবেতেই ফুটে ওঠে নজরকাড়া থিম। সেই সকল প্যান্ডেলে ভিড় জমান দলে দলে মানুষ। চলতি বছরেও সেই চমক বজায় থাকছে। বিশ্বকাপের নামকরা লুসেইল স্টেডিয়াম নির্মাণের কথা ভাবছে নরেন্দ্রপুরের দূর্গোৎসব কমিটি। প্যান্ডেল জুড়ে থাকবে কাতারের ঐতিহ্য।

Durga Puja,Puja 2023,Pandle theme,Qatar world Cup 2022,Lusail stadium,Narendrapur

সূত্রের খবর, এই পুজো কমিটির উদ্বোধনে আসতে পারেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনাইন তারকা দি মারিয়া। লুসেইল স্টেডিয়ামের আদলে তৈরি করা
দূর্গাপুজোর প্যান্ডেলের মাথায় বসবে ৪৫ ফুটের মেসির মূর্তি। সবমিলিয়ে এই পুজোয় একগুচ্ছ চমক রাখছে প্যান্ডেল কর্তৃপক্ষ।




Leave a Reply

Back to top button