আর্থিক ভাবে আরও লাভবান হতে, প্রতিদিন পূজার সময় ফুলের সাথে দিন এই বিশেষ উপকরণ

প্রত্যুষা সরকার, কলকাতা: বর্তমান যুগে জিনিস পত্রের দাম যে হারে বাড়ছে তাতে সাধারণ মানুষের দিন কাটানই হয়ে উঠছে দুষ্কর। অর্থ উপার্যনের ( earn money ) জন্য তাই প্রতি মুহূর্তে খেটে চলেছেন সকলে। দিনের প্রায় ৯ থেকে ১০ ঘন্টা ডিউটি করতে হয়, তার ওপর মাঝে মাঝে বাড়তি পরিশ্রম। এত পরিশ্রম করেও অধিক আয় মুখ দেখা যায় না। লাভ হয় না কঠিন পরিশ্রমেও। তার ওপর যুগের সাথে তাল মেলাতে অধিক ব্যয় তো লেগেই আছে। মাঝে মাঝে আয়ের থেকে ব্যয়ের পরিমানটাই বেড়ে যায়। তবে এবার থেকে কিছু সহজ জ্যোতিষ টোটকা ( Astrology Totka ) মেনে চললেই কমবে ব্যয় আর বৃদ্ধি পাবে আয়ের পরিমান। রইল সেই সব কিছু সহজ টোটকার উপায়।
অনেকেই জীবনে আয় বৃদ্ধির জন্য জ্যোতিষর কাছে গিয়ে ভাগ্য গণনা করান। তবে এবার বাড়ি বসেই জানতে পারবেন আয় বৃদ্ধির কিছু সহজ জ্যোতিষর টোটকা ( Astrology Totka )। মন্দিরে পুজোতো সবাই করেন। আর পূজর সব থেকে বড়ো উপকরণ হলো ফুল। তবে এবার থেকে ফুলের সঙ্গে নিয়ে যান একটি নারকেল। তবে দেখে নেবেন নারকেলে যেন কোনও রকম ছেদ না থাকে। রোজ পূজা দেওয়ার সব এটি করে দেখুন কেটে যাবে সকল আর্থিক সংকট।
সব থেকে বড়ো বিষয় প্রতিদিন একটি নির্দিষ্ট সময় মন্দিরে যাবেন। কোনদিন সকালে কোনদিন বিকেলে পুজো এমন করবেন না। রোজ একটি নির্দিষ্ট সময়ে পূজা করলে অধিক ফল লাভ করবেন ( Astrology Totka )। দেখা যায় কোনও শুভ কাজ করার আগে নারকেল ফাটানো হয়। যাতে যে কাজে যাওয়া হচ্ছে সেটি যেন ঠিকঠাক ভাবে সম্পূর্ণ হয়। এই থেকেই বোঝা যায় নারকেল কতটা শুভ।
শাস্ত্র মতে, কোনও মন্দিরে নারকেল দিয়ে পুজো দিলে আর্থিক বৃদ্ধি ঘটে। সকল দেবতাই নারকেলে তুষ্ট হন। তাই আর্থিক জটিলতা থেকে মুক্তি পেতে মেনে চলুন এই টোটকা। তবে, মন্দিরে পুজো করতে যাওয়ার আগে আবশ্যই স্নান সেরে পরিষ্কার পোশাক পরে যাবেন ( Astrology Totka )। একের পর এক আর্থিক জটিলতা, আর্থিক টানাপোড়েন, প্রাপ্য টাকা পেতে সমস্যা, তো কেউ আবার ব্যবসায় আর্থিক ক্ষতির সম্মুখীনও হন। সেই সব চিন্তা দূর করতে শীঘ্র মেনে চলুন এই সহজ টোটকা।
আরও পড়ুন – বিয়ের পরই ভোলবদল! সদ্য বিবাহিত বউকে ছেড়ে বান্ধবীকে নিয়েই মত্ত প্রান্তিক
শাস্ত্র মতে আরও জানা যায়, অর্থ আকর্ষণ করতে লকারে রাখুন একটি ছোট আয়না। আয়নাটি এমন ভাবে রাখুন, যাতে লকার খুলতেই সবার আগে চোখে পড়ে ওই আয়নাটি। এই আয়নাই আপনার আর্থিক বৃদ্ধি ঘটাবে। শাস্ত্র বলে, লকারে আয়না রাখলে গৃহে মা লক্ষ্মী প্রবেশ ঘটে। তা ছাড়াও আর্থির যে কোনও জটিলতা কেটে যাবে এই আয়নার গুণেই। তাই আর্থিক উন্নতির জন্য মেনে চলতে পারেন এই সহজ টোটকাও ( Astrology Totka ) ।
আরও পড়ুন – ‘বেশি করলে বিয়ের আগেই ডিভোর্সটা হয়ে যাবে’, দেব-রুক্মিণীকে দাদাগিরির মঞ্চে সরাসরি বিঁধলেন সৌরভ