Happy Valentines Day 2022: গার্লফেন্ডকে গোলাপ দিতে গিয়ে আত্মহত্যার মুখোমুখী প্রেমিকরা

প্রত্যুষা সরকার, কলকাতা: বাজার চড়া  গোলাপের দাম। যা ভেবেই পকেটে টান পড়ছে প্রেমিকদের। রাত পোহালেই ১৪ ফেব্রুয়ারি। এই দিনটিতেই মূলত ভ্যালেন্টাইন্স ডে ( Happy Valentines Day 2022)  অর্থাৎ ভালোবাসার দিন হিসেবে পালন করা হয়। চারিদিকে ভরে ওঠে প্রেমের গন্ধ। হাজার হাজার প্রেমিক-প্রেমিকার দিন তাদের ভালোবাসার মানুষের সাথে সময় কাটাতে অধিক আগ্রহী থাকে। ভালোবাসার দিন ( Happy Valentines Day 2022) এই ভালোবাসার মানুষটিকে একটা গোলাপ না দিলে কি চলে। আর সেটা হতে হয় লাল গোলাপ। কারণ লাল গোলাপ ভালোবাসার প্রতীক। গোলাপের দাম হঠাৎ এত বাড়া নিয়ে কি বলছেন ফুল ব্যবসায়ীরা?

Happy Valentines Day 2022: হাত ধরে হাঁটা আর গোলাপ নিবেদন

গত দু’বছর ধরে করোনার জন্য অনেক প্রেমিক-প্রেমিকা একসাথে সময় কাটাতে পারেননি তাদের ভালোবাসার মানুষের সাথে।  এবার করোনার দাপট কিছুটা কমেছে। তাই এবারের ভ্যালেন্টাইন্স ডে’তে  ( Happy Valentines Day 2022) হয়তো তাদের প্লান একটু বেশি। আরো সুন্দর করে ভালবাসার মানুষটির সঙ্গে কাটাবে একটা দিন। সকাল থেকেই প্রিন্সেপ ঘাটে প্রিয়জনের সাথে গঙ্গার পাড়ে বসে বসে থাকা, ইকোপার্কে একসাথে হাত ধরে মনের কথা বলা, সিনেমা দেখা,খাওয়া-দাওয়া। বিশেষ ওই দিনটির জন্য আগে থেকে নানারকম প্ল্যান করে রাখেন প্রেমিক-প্রেমিকারা। এতসব প্ল্যানিং এর মধ্যেও প্রিয়জনকে একটা গোলাপ না দিলেই যেন কেমন দিনটা অসম্পূর্ণ থেকে যায়।

Happy Valentine’s Day 2022

Happy Valentines Day 2022: প্রেমের দিনে গোলাপেই প্রেমের আলাপ

যদিও ভালোবাসার এই দিনটির ( Happy Valentines Day 2022) উদযাপন এক সপ্তাহ আগে থেকেই শুরু হয়ে যায়। রোজ ডে থেকে শুরু করে, পর্যায়ক্রমে চলে বিশেষ দিনের উদযাপন। রোজ ডে তে গোলাপ না দিলেও, ১৪ই ফেব্রুয়ারি প্রেমের দিনে হাজারো প্লানের মাঝে একটা গোলাপ ভালোবাসার মানুষটির হাতে দিতে হয়। ভালবাসা যেন উতলে ওঠে একতা লাল গোলাপে।

আরও পড়ুন- Black day: প্রেমের নয় হিংসার জয়গান গেয়েছিল যারা, জেনে নিন পুলওয়ামার নিশংস হত্যার ইতিহাস

আরও পড়ুন – Happy Valentines Day 2022: ঋদ্ধি সুরঙ্গনা ভালবাসা পালন, সঙ্গে দোসর অনুপমের গান

Happy Valentines Day 2022: আকাশছোঁয়া গোলাপের দাম

তবে এবারের গোলাপের দাম  আগের থেকে অনেক বেশী। মল্লিকা ফুল বাজারের দেশি গোলাপ বিক্রি হচ্ছে ২০ টাকা এবং রাজবলাভ ৪০ টাকা প্রতি পিস। ওই ফুল-ই আবার খুচরো বাজারে এসে দাম বাড়ছে দ্বিগুণ। ভালোবাসার এই দিনে ( Happy Valentines Day 2022)ফুলের দাম আরো বাড়বে বলে জানা গেছে ফুল বিক্রেতাদের কাছ থেকে।  গোলাপের দাম বারা নিয়ে জিজ্ঞেস করায় এক ব্যবসায়ী জানান অন্যবারের তুলনায় এবার ফুলের যোগান অনেক কম। যতই গোলাপের মূল্যে বাড়ুক ভালোবাসার ঐদিনেই প্রেমিক তার প্রেমিকাকে একটা গোলাপ উপহার তো করবেই।  তবে যদি কেউ গোলাপের বুকে দিতে চান তাহলে এক- দু’হাজার খসতে পারে আপনার পকেট থেকে। কারণ ওই দিন গোলাপের দাম ৯০ থেকে ১০০ টাকা হলেও আশ্চর্যের কিছু নেই।




Leave a Reply

Back to top button