Healthy Skin Care : কেমিক্যাল বা ক্রিম নয়, ত্বকের যত্নে ম্যাজিকের মত কাজ করে নিমপাতা

আমরা নিজেদের ত্বকের যত্নের জন্য কতকিছুই না করি! দামি ক্রিম থেকে শুরু করে কসমেটিক্স নিয়ে হাজির হই। কিন্তু জানেন কি দামি কসমেটিক্সের পিছনে না ছুটে প্রাকৃতিক উপায়েই নেওয়া যেতে পারে ত্বকের যত্ন। এতে যেমন ত্বক হয়ে উঠবে আরো সতেজ ও প্রাণোচ্ছল। এখন প্রশ্ন হল কিভাবে? সেই প্রশ্নের উত্তর নিয়েই আজ হাজির হয়েছি। নিমপাতা হল এমন একটি জিনিস যেটা ত্বকের যত্নে ব্যাপক উপকারী( স্কিন Care )। ত্বকের সম

স্যা থেকে শুরু করে ত্বকের ঔজ্বল্য ফিরে পাওয়া সবেতেই নিমের কেরামতির শেষ নেই। অনেকেই দামি ব্রান্ডে নিমপাতার বিজ্ঞাপন দেখেছেন। তাই কেমিক্যাল নয় প্রাকৃতিক নিমপাতা ব্যবহার করে দেখুন আপনার ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পাবেই পাবে।

Healthy skin care

ত্বকের কালো দাগ থেকে মুক্তি

নিমপাতা ভালো করে ফুটিয়ে নিয়ে সেটার পেস্ট করে নিন। এরপর সেই পেস্ট মুখে ও ত্বকে ভালো করে মেখে নিন। এবার শুকনো হবার জন্য ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে ২-৩ দিন করলেই সুফল পাবেন খুব শীঘ্রই।

ত্বকের তৈলাক্তভাব দূর করা

মিক্সিতে নিমপাতা, হলুদগুঁড়ো, আর পরিমাণ মত ঠান্ডা দুধ দিয়ে পেস্ট মত তৈরী করে নিন। এরপর সেই পেস্ট মুখে মেখে শুকনো হবার জন্য মিনিট ১৫-২০ অপেক্ষা করুন। শুকিয়ে গেলে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। দেখবেন আপনার মুখের তৈলাক্তভাব একেবারে উধাও হয়ে যাবে।

ব্রণ দূর করতে নিমপাতা

নিমপাতা শুকনো করে গুঁড়ো করে নিন বা নিমপাতার পাওডার কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। একটা পাত্রে কিছুটা গোলাপজল, পাতিলেবুর রস ও নিমপাতার গুঁড়ো/ পাওডার নিয়ে সেটাকে পেস্ট বানিয়ে মুখে মাখুন। ২০ মিনিট মত রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন ২-৩ দিনের মধ্যেই ব্রণ উধাও হয়ে যাবে।

আরও পড়ুন : Viral News : ভগবানের আসনে বসানো মা-বাবার মূর্তি, বর্ধমানের ব্যক্তি আজ সমাজের কাছে দৃষ্টান্ত




Leave a Reply

Back to top button